বাংলা নিউজ > বাংলার মুখ > Students protest: পাঁচ শিক্ষককে বদলি, গৌড়দহ স্টেশনে রেল অবরোধ করে প্রতিবাদ পড়ুয়াদের

Students protest: পাঁচ শিক্ষককে বদলি, গৌড়দহ স্টেশনে রেল অবরোধ করে প্রতিবাদ পড়ুয়াদের

অবরোধে সামিল পড়ুয়ারা

বিক্ষোভকারীরা স্থানীয় গৌরদহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পড়ুয়া। সম্প্রতি স্কুলের পাঁচ শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসেন। এর পরই ক্ষোভে ফেটে পড়ে পডুয়ারা।

পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখার গৌড়দহ স্টেশনে রেল অবরোধ করল পড়ুয়ারা। সেই অবরোধে জেরে দীর্ঘ ক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।

বিক্ষোভকারীরা স্থানীয় গৌরদহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পড়ুয়া। স্কুলটি দ্বাদশ শ্রেণি পর্যন্ত।  সম্প্রতি স্কুলের পাঁচ শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসেন। এর পরই ক্ষোভে ফেটে পড়ে পডুয়ারা। মঙ্গলবার স্কুলের পোশাক পরেই গৌরদহ স্টেশনে এসে অবরোধ শুরু করে তারা। প্ল্যাকার্ড হাতে, লাল শালু নিয়ে লাইনের উপর বিক্ষোভ দেখাতে থাকে তারা।

পড়ুয়াদের বক্তব্য, আশাপাশের এলাকায় বেশ কয়েকটি স্কুল আছে। প্রত্যক স্কুল থেকে যদি একজন শিক্ষককে বদলি করা তাহলে কোনও সমস্যা হতো না। তাঁদের কথায়, ‘‘আমাদের স্কুলে একাদশে ও দ্বাদশে ৩ জন শিক্ষক রয়েছেন। কিন্তু স্কুলে থেকে যদি পাঁচজনকে বদলি করা হয় তবে পড়াশুনার ক্ষতি হবে।’’ অবিলম্বে তার এই সিদ্ধান্ত প্রত্যাহারে দাবি জানিয়েছে।

বন্ধ করুন