বাংলা নিউজ > বাংলার মুখ > এবার সৌমিত্রের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করলেন সুজাতাও, তৃণমূলে যাওয়াটাই কাল হল?

এবার সৌমিত্রের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করলেন সুজাতাও, তৃণমূলে যাওয়াটাই কাল হল?

সৌমিত্র ও সুজাতা। সুখের সেদিন (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

সেই সময় বিষ্ণুপুরের রাস্তায় রাস্তায় দেখা যেত কর্মীদের নিয়ে একাই স্বামীর জন্য প্রচার করছেন সুজাতা। একটাই পণ, স্বামীকে জেতাতে হবে। এদিন যখন বাঁকুড়া আদালতে সেই স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা, তখন সৌমিত্র সাংসদে।

রাজনৈতিক ফাটলটা আগেই বেড়েছিল। সংসারেও দুজনের মধ্যে চিড় ধরেছিল আগেই। এবার সাংসদ স্বামী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা মণ্ডল। দীর্ঘ আড়াই বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। এবার বাঁকুড়া আদালতে একেবারে বিবাহ বিচ্ছেদের মামলা।

তবে এর আগে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সুজাতার সঙ্গে তাঁর মতের অমিল। দুজনের রাজনৈতিক পথও ভিন্ন। কার্যত তারই পরিণতিতে বিচ্ছেদের মামলা। তবে সেই মামলার পরিণতি কী হয়েছে তা পরিষ্কার নয়। তবে এবার দুপক্ষের মধ্যে বিচ্ছেদের রাস্তা পরিষ্কার হল অনেকটাই। তবে কি তৃণমূলে যোগদান করার পরেই সুজাতা -সৌমিত্রের মধ্য়ে ফাটল আরও বেড়ে গেল?

২০২০ সালের ২১শে ডিসেম্বর। সুজাতার তৃণমূলে যাওয়ার খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সৌমিত্র। এরপর খাঁ থেকে মণ্ডল হয়ে যান সুজাতা। মনের ফাটল, রাজনৈতিক বিভেদ আরও বাড়তে থাকে ক্রমশ। এবার ২০২২ সালের ২০ ডিসেম্বর সেই সুজাতাই বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সৌমিত্রের বিরুদ্ধে।

সুজাতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরস্পর সম্মত হয়েই মামলা করেছি। আশা করি উনি মেনে নেবেন। তবে খোরপোশের দাবি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দাবি যদি করতেই হয় তবে সাংসদ পদটাই দিয়ে দিতে হয়। কারণ আমিই তো জিতিয়েছিলাম।

আসলে সুজাতার এই মন্তব্য প্রসঙ্গে অনেকেরই পুরানো কিছু ছবি মনে পড়ে যাচ্ছে। যেসময় স্বামীকে জেতানোর জন্য একাই লড়ে যাচ্ছিলেন সুজাতা। দিনরাত এক করে লড়াই। স্বামী সৌমিত্রর জন্য় পাড়়ায় পাড়ায় ভোট ভিক্ষা করতে বেরতেন তিনি। সেই সময় বিষ্ণুপুরের রাস্তায় রাস্তায় দেখা যেত কর্মীদের নিয়ে একাই স্বামীর জন্য প্রচার করছেন সুজাতা। একটাই পণ, স্বামীকে জেতাতে হবে। এদিন যখন বাঁকুড়া আদালতে সেই স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা, তখন সৌমিত্র সাংসদে।

তবে একটা সময় সুজাতা অবশ্য ডিভোর্সে রাজি ছিলেন না। কিন্তু সেই সুজাতাই এবার সৌমিত্রর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন।

 

বন্ধ করুন