সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ফের তৃণমূল নেত্রীকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় আবার মা সারদার প্রসঙ্গও তুলে আনলেন তিনি। শুভেন্দুর সাফ কথা, কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করা হয়েছিল। তার ব্যাখ্য়া দিতে হবে নির্মল মাজিকে।
সূত্রের খবর, এর আগে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদা মায়ের তুলনা করেছিলেন তৃণমূলের নির্মল মাজি। এমনটাই দাবি করা হয়। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দুর খোঁচা, তোলামূলের সংস্কৃতি কী? বলছে মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে। কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা? ব্যাখ্যা দিতে হবে।
জোরালো দাবি শুভেন্দু অধিকারীর। বিগতদিনেও নির্মল মাজির এই ব্যাখ্যাকে কেন্দ্র করে বিতর্ক উঠেছিল। ফের সেই বিতর্ককে উসকে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেন তিনি সারদা মায়ের সঙ্গে মমতার তুলনা করেছিলেন তারও ব্যাখ্যা চাইলেন তিনি।
ওয়াকিবহাল মহলের মতে, এর আগে নির্মল মাজির ওই কথায় অনেকেই ভাবাবেগে আঘাত লেগেছিল। ফের সেই প্রসঙ্গ তুলে আনলেন শুভেন্দু। এবার তিনি একেবারে ব্যাখ্যা চাইলেন নির্মল মাজির কাছ থেকে। এবার তার পালটা কী ব্যাখ্যা দেন নির্মল সেটাই দেখার