বাংলা নিউজ > বাংলার মুখ > ‘আদানির জন্য রাজ্যের প্রকল্প আটকাবে না,' শুভেন্দুর খোঁচায় জবাব কুণালের

‘আদানির জন্য রাজ্যের প্রকল্প আটকাবে না,' শুভেন্দুর খোঁচায় জবাব কুণালের

ফাইল ছবি: পিটিআই, টুইটার (PTI)

তৃণমূল মুখপাত্র বলেন, ‘আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই নয় অন্য গোষ্ঠী এগিয়ে আসার জন্য অপেক্ষায় নেই। যদি তারা করতে পারেন, ভাল। যদি তারা করতে না পারে বা যদি কোনও জটিলতা তৈরি হয়, তাহলে রাজ্য সরকার বিকল্প পথে যাবে।’

আদানি গোষ্ঠীর শেয়ারে ধস। আর তাই নিয়ে তোলপাড় রাজনীতি। আদানি গ্রুপের হাতে থাকা বেশ কিছু সরকারি প্রকল্পের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। আর তাতে বাদ নেই পশ্চিমবঙ্গও। বাংলার শিল্পে বড় বিনিয়োগ করার কথা আদানি গোষ্ঠীর। গৌতম আদানি নিজেই এসেছিলেন নবান্নে। দেখা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। নিউ টাউনের ইকো পার্কে গৌতম আদানির ছেলে কিরণ আদানির হাতে তাজপুর বন্দরের কাজ শুরুর অনুমতিপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখুন সেই ছবি: তাজপুর বন্দরের নথি আদানির হাতে তুলে দিলেন মমতা, বিজয়াতে শিল্পদিশা

তাজপুর বন্দরসহ বেশ কিছু বড় প্রকল্পের ভার নেওয়ার কথা গৌতম আদানির। কিন্তু এভাবে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন ও বিতর্ক চললে, তা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তাই নিয়ে উঠছে প্রশ্ন।

গত সপ্তাহে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ এক রিপোর্ট প্রকাশ করে। তাতে দাবি করা হয়, আদানি গোষ্ঠীর আর্থিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। প্রচুর ঋণ রয়েছে। এরপর থেকেই আদানি গ্রুপের শেয়ারে পতন শুরু হয়। যদিও এই দাবি অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।

শুভেন্দু অধিকারীর প্রশ্ন

বৃহস্পতিবার এই নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে মমতা-আদানি সাক্ষাত্পর্বের ছবি নিয়ে হাজির হন সাংবাদিকদের সামনে। সেই ছবি দেখিয়ে তিনি বলেন, 'আমি কোনও মন্তব্য করব না। সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়।'

এরপরেই তাজপুর বন্দরের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, 'তাজপুরের কী হবে? দেউচা পাচামির পাথর কে কিনবে? ইলেকটোরাল বন্ড কী করে আসবে?'

তাজপুরে বন্দরের প্রকল্প আদৌ হবে তো? বৃহস্পতিবার সংবাদসংস্থা ANI-এর সামনে সেই প্রশ্নই তোলেন শুভেন্দু। তিনি বলেন, 'আমরা সবাই জানি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর (আদানি) সঙ্গে একটা গোপন আঁতাঁত করেছিলেন। আমি তাজপুর বন্দর নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছি। ২৫,০০০ কোটি বিনিয়োগের কথা বলা হয়েছিল। ১০ লাখ চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতির এবার কী হবে?'

পাল্টা যুক্তি কুণালের

আদানি-মমতার ছবির সঙ্গে এই শেয়ার বাজার বিতর্কের যোগ কী? এদিন পাল্টা প্রশ্ন করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এক ধাপ এগিয়ে তিনি বলেন, 'আদানির সঙ্গে কি নরেন্দ্র মোদীর ছবি নেই? যাঁরা গেশের প্রথম সারির শিল্পপতি, তাঁদের সঙ্গে যেমন দেশের প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, তেমনই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ছবি রয়েছে।'

<p>গৌতম আদানি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, টুইটার</p>

গৌতম আদানি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, টুইটার

(Twitter)

তিনি যুক্তি দেন, বাংলায় বিনিয়োগের পরিবেশ রয়েছে। সেই কারণে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানির ছবি থাকতেই পারে। তিনি বলেন, 'শিল্পগোষ্ঠীর অভ্যন্তরীণ কোনও বিতর্ক নিয়ে যদি কেউ তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি জড়িয়ে কিছু বলেন, তাহলে তিনি বদ্ধ পাগল ছাড়া আর কিছু নন।'

আদানির আধিকারিকরা পরিদর্শনও করে গিয়েছেন

তাজপুর বন্দর নির্মাণের বরাত পান আদানিরা। তারপর গত বছর ডিসেম্বরের শুরুতেই আদানি গ্রুপের প্রতিনিধিরা প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে গিয়েছেন। তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য পরিবেশ দফতরের ছাড়পত্র পেতে আবেদন করেছে আদানি গ্রুপ। সবুজ সংকেত পেলেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। এই সম্পর্কে বিশদে জানতে এই খবরটি পড়ুন: তাজপুরে পরিদর্শনে আদানি গ্রুপ, বন্দর নির্মাণের কাজ শুরু কবে থেকে?‌

রামনগর–২ ব্লকের দাদনপত্রবাড়, দক্ষিণ পুরুষোত্তমপুর এবং অরক বনিয়া মৌজার হাজার একরের মতো জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হবে।

এর আগে সেপ্টেম্বরে এই বিষয়ে ঘোষণা করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, এই বন্দর নির্মাণ হলে এখানে ২৫ হাজার কর্মসংস্থান হবে। তাজপুরে এই গভীর সমুদ্রবন্দরটি নিয়ে রাজ্যের প্রস্তাব অনেক দিনের। কিন্তু কেন্দ্র-রাজ্য টালবাহানায় তা আটকে ছিল। অবশেষে রাজ্য জানায় তারাই এই বন্দরের জন্য জমি দেবে।

এখন এই নিয়ে কুণাল কী বলছেন?

কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, ‘রাজ্য সরকার যে প্রকল্পগুলি করবে বলে ঠিক করেছে, কোনও একটি গোষ্ঠীর অভ্যন্তরীণ কোনও গন্ডগোলের জন্য সেই প্রকল্পগুলি কখনও থেমে যাওয়ার মতো অবস্থায় যাবে না।’

তৃণমূল মুখপাত্র বলেন, ‘আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে। বিপজ্জনক একটি অভিযোগ এসেছে। আদানি গোষ্ঠীও তাদের বক্তব্য রেখেছে। সব মিলিয়ে একটি ডামাডোল চলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু রাজ্যের কিছু প্রকল্প, যেখানে আদানি গোষ্ঠীর কোনও ইনভল্ভমেন্ট রয়েছে… সেখানে এমন চিন্তা করার কোনও কারণ নেই সেই প্রকল্পগুলি অনিশ্চয়তায় পড়ে গেল। একটি গোষ্ঠী এগিয়ে এসেছিল। কিন্তু তার মানে এই নয় অন্য গোষ্ঠী এগিয়ে আসার জন্য অপেক্ষায় নেই। যদি তারা করতে পারেন, ভাল। যদি তারা করতে না পারে বা যদি কোনও জটিলতা তৈরি হয়, তাহলে রাজ্য সরকার বিকল্প পথে যাবে।’

বাংলার মুখ খবর

Latest News

তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের বাড়ির এই দিকে ভুলেও আয়না রাখবেন না! জলের মতো টাকা বেরিয়ে যেতে পারে টাকা ইন্ডিয়ান আইডল থেকে ফের বাদ বাঙালি! টপ ৬-এ শুভজিতের সঙ্গে জায়গা পাকা করলেন কারা অদিতি রাও হায়দারি থেকে ইমতিয়াজ আলি, কাদের ঝুলিতে এল OTT Play Awards-এর সম্মান? কোনও ঘটনায় কীভাবে রিয়্যাক্ট করেন আপনি? বলে দেবে এই একটি ছবি, সময় ৫ সেকেন্ড কাঁটার সিংহাসনে ইউনুস! নাহিদের দলের নেতা বললেন, ‘যুদ্ধ প্রধান উপদেষ্টার সঙ্গে…’ জাল আধার-প্যান বানিয়ে দিল্লিতে ধৃত পশ্চিমবঙ্গের ৩ সহ ৮ চক্রী,জালে বহু বাংলাদেশি MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? কলকাতারও বহু আগে বেহালার জন্ম? বেহুলার চোখের জলেই কি ইতিহাসের সূত্রপাত এ বছর কবে উদযাপিত হবে হনুমান জয়ন্তী? জেনে নিন পুজোর শুভ মুহূর্ত

IPL 2025 News in Bangla

তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? ‘SAR’ লেখা গ্লাভস পরে IPL 2025-এর সব ম্যাচ খেলবেন রোহিত শর্মা, জানেন এর মানে কী? IPL-এ আজ ধোনি বনাম রোহিতের দ্বৈরথ,কোন চ্যানেলে ও মোবাইলে কীভাবে দেখবেন ২টি ম্যাচ KKR vs RCB: ইডেনের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে কোহলিকে প্রণাম নাছোড় ভক্তের- ভিডিয়ো IPL 2025- KKR vs RCB ম্যাচ দেখতে ইডেনে হাজির মোহনবাগান ফুটবলাররা! সঙ্গী কর্ণধার KKR বধ করে নিজের স্ট্র্যাটেজি ফাঁস ক্রুণালের! বললেন, ‘সব অস্ত্র সময় মতো বের…’ প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গান! আইপিএলের উদ্বোধনে ছুটল শ্রেয়া ম্যাজিকের ছররা KKR কেন বাংলা গান চালায়? চটে লাল নেটপাড়ার একাংশ, দাবি তুলল হিন্দি ব্যবহারের IPL 2025: নতুন গেইলকে পেয়ে গেলেন কোহলি! সল্টকে নিয়ে RCB ভক্তদের বিশেষবার্তা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.