বাংলা নিউজ > বাংলার মুখ > TET 2022: টেটের জন্য আবেদনপত্র নেওয়া শুরু, নির্দেশিকা পর্ষদের, জেনে নিন সবটা

TET 2022: টেটের জন্য আবেদনপত্র নেওয়া শুরু, নির্দেশিকা পর্ষদের, জেনে নিন সবটা

প্রাইমারি টেটের জন্য় আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়ে গেল (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

এবার টেটের ক্ষেত্রে যাতে কোনও জটিলতা তৈরি না হয় সেকারণে সবরকম উদ্যোগ নিচ্ছে পর্ষদ। মূলত পরবর্তী সময়ে কোনও কারণে যাতে সব কিছু ভেস্তে না যায় সেকারণে আগাম সবরকমভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

প্রাথমিক টেটের আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইন পোর্টালের মাধ্যমে টেটের জন্য় আবেদন করা যাবে। www.wbbpe.org পর্ষদের এই পোর্টাল খুললেই দেখা যাচ্ছে নতুন এই নোটিফিকেশন। সেখানে গেলেই নোটিশটি দেখতে পাবেন আপনিও।

সেই নোটিফিকেশে উল্লেখ করা হয়েছে, টেট ২০২২এর জন্য অনলাইন অ্যাপলিকেশন নেওয়া হবে। 'online Application for teacher Eligibility Test 2022(TET-2022) for classes I-V'এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।

এদিকে প্রাথমিক টেটের ক্ষেত্রে এবার সংরক্ষিত প্রার্থীরা যেমন এসসি, এসটি, ওবিসিরা বিশেষ ছাড় পাবেন। এক্ষেত্রে দ্বাদশ স্তরে ও স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও তাঁরা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। এতে অনেকেরই সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে এবার টেটের ক্ষেত্রে যাতে কোনও জটিলতা তৈরি না হয় সেকারণে সবরকম উদ্যোগ নিচ্ছে পর্ষদ। মূলত পরবর্তী সময়ে কোনও কারণে যাতে সব কিছু ভেস্তে না যায় সেকারণে আগাম সবরকমভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ন্যাশানাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যাবতীয় নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এবার টেট পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

 

 

 

 

বন্ধ করুন