বাংলা নিউজ > বাংলার মুখ > Tet: পুজোর মুখেই উদ্ধার প্রাথমিকের আন্দোলনকারীর দেহ, আত্মহত্যা টেট পাশ যুবকের

Tet: পুজোর মুখেই উদ্ধার প্রাথমিকের আন্দোলনকারীর দেহ, আত্মহত্যা টেট পাশ যুবকের

পুজোর মুখেই টেট পাশ করা যুবকের অস্বাভাবিক মৃত্যু।(প্রতীকী ছবি)

সূত্রের খবর, রাজু আরটিআই করে জানতে পেরেছিলেন তিনি ৮২ শতাংশ নম্বর পেয়েছেন। কিন্তু চাকরি জোটেনি তাঁর। এরপর মামলা করেন তিনি। সেই মামলায় কী নিষ্পত্তি হল তা দেখে যেতে পারলেন না তিনি। অকালে চলে গেলেন আরও এক চাকরিপ্রার্থী তরতাজা যুবক।

বনগাঁ শিয়ালদা শাখার চাঁদপাড়া ঠাকুরনগর স্টেশনের মাঝামাঝি পড়েছিল দেহটা।বনগাঁ স্টেশনের জিআরপি দেহটি উদ্ধার করে। পরে জানা যায় দেহটি রাজু গাজির। প্রাথমিক শিক্ষক পদের যোগ্যতা নির্ণায়ক টেট পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। অধিকার আদায়ের আন্দোলনে একেবারে সামনের সারিতে থাকতেন তিনি। আর শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনের কাছে রেললাইনে ধারে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। বাদুরিয়া থানার দক্ষিণ চাতরা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

গোটা বাংলা যখন শারদ উৎসবের প্রস্তুতি নিচ্ছে তখন এভাবেই অকালে শেষ হয়ে গেলেন এক চাকরিপ্রার্থী। পরিবার সূত্রে খবর, দিনের পর দিন ধরে চাকরির দাবিতে আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি। এমনকী গত ৫ জানুয়ারি চাকরির দাবিতে আন্দোলনে নেমে বিধাননগর পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন তিনি। কবে চাকরি জুটবে তা নিয়ে অনন্ত অপেক্ষাই সার। এখনও চাকরি জোটেনি তাঁর। তবে কি বঞ্চনার জেরে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি? আর তার জেরেই পুজোর মুখে শেষ করে দিলেন নিজেকে?

পরিবার সূত্রে খবর, বনগাঁ যাবেন বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর উদ্ধার হয় তাঁর নিথর, ক্ষতবিক্ষত দেহ। সূত্রের খবর, রাজু আরটিআই করে জানতে পেরেছিলেন তিনি ৮২ শতাংশ নম্বর পেয়েছেন। কিন্তু চাকরি জোটেনি তাঁর। এরপর মামলা করেন তিনি। সেই মামলায় কী নিষ্পত্তি হল তা দেখে যেতে পারলেন না তিনি। অকালে চলে গেলেন আরও এক চাকরিপ্রার্থী তরতাজা যুবক। 

বন্ধ করুন