বহু চেষ্টা করেও বাগে আসছিল না বাঘিনী! সিমলিপাল থেকে ঝাড়খণ্ড, সেখান থেকে ঝাড়গ্রাম, পরে পুরুলিয়া, তারপর আজ বাঁকুড়া, এই যাত্রাপথে ক্রমাগত এগিয়ে চলেছিল বাঘিনী জিনাত। শেষমেশ শনিবার বাঁকুড়ায় বাঘিনী জিনাতের দেখা মিলেছে বলে খবর।
জিনাতের জন্য এদিন কার্যত বাঁকুড়ার জঙ্গলের একটা বড় এলাকা জাল দিয়ে ঘেরা হয়। আর বাঁকুড়ার রানিবাঁধের কাছে দেখা মেলে বাঘিনীর। দেখা মাত্রই জিনাতকে টার্গেট করে ট্রাঙ্কুলাইজার থেকে গুলি ছোঁড়েন বনকর্মীরা। তবে ঘুমপাড়ানি সেই গুলি আদৌ জিনাতকে ছুঁয়েছে কিনা জল্পনা রয়েছে।
জানা যাচ্ছে, জিনাতকে টার্গেট করে ঘুম পাড়ানি গুলি ছোঁড়া হলেও, তা বাঘিনীর গায়ে লেগেছে কি না, তা নিশ্চিতভাবে এখনও খবর আসেনি। ফলে জল্পনা রয়ে গিয়েছে। এই মুহূর্তে টানটান উত্তেজনা রয়েছে বাঁকুড়ায় জিনাতকে ঘিরে। জানা যাচ্ছে, বাঁকুড়ার রানিবাঁধের কাছে গোঁসাইডিহি এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে বাঘিনী জিনাত।
আপাতত প্রশ্ন একটাই পুরুলিয়া, বাঁকুড়ায় একটা বড় জঙ্গলের অংশে গত কয়েকদিন দাপিয়ে বেড়িয়েছে এই বাঘিনী। দিনের পর দিন এলাকার মানুষ নানান আতঙ্কে ভুগেছেন। এদিকে, বহু ফাংদ পেতে জিনাতকে সুস্থভাবে পাকড়াও করার চেষ্টায় ছিল বনদফতরও। তবে তা পারা যাচ্ছিল না। বাঘবন্দি খেলা ক্রমেই টানটান পরিস্থিতির দিকে গিয়েছে। এদিকে, তারই মাঝে শুক্রবার রাতে দিনাতকে ধরতে জালেরও ব্যবস্থা করা হয়েছিল বলে খবর, তবে তা টপকে চলে যায় জিনাত। এমনই খবর উঠে আসছে।
এদিকে, জানা যাচ্ছে, সদ্য বুধবার পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে আস্তানা বদল করে ভাঁড়ারি পাহাড়ের জঙ্গলে ঘাঁটি গাড়ে ওড়িশা থেকে আসা জিনাত। বৃহস্পতিবারও সেভাবে তার আস্তানা বদলের চিহ্ন দেখা যায়নি। তবে শনিবার সকালে সে যে বাঁকুড়ায় ঘোরাফেরা করেছে, তার স্পষ্ট প্রমাণ রয়েছে। এর আগে, বুধবার ছাগল মেরে শিকার করে খাওয়ার পর গ্রামের কাছেই জল খেতে আসে জিনাত। পুকুরের কাছে তার পায়ের ছাপ মিলেছিল। সেই পুকুরের কাছে জিনাতের আসার আশায় বসেছিলেন বনকর্মীরা। তবে জিনাত সেদিন দেখা দেয়নি। এবার খবর শনিবারের। জানা যাচ্ছে, শনিবার জিনাতের দেখা মিলেছে। জানা যাচ্ছে, এই প্রথমবার জিনাতের খুব কাছে আসতে পেরেছেন বনকর্মীরা। তার আগে, ড্রোন উড়িয়ে জিনাতকে দেখা গিয়েছিল। তারপরই জিনাতের দেখা মিলতেই ট্রাঙ্কুলাইজ করার চেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তবে তা বাঘিনীর গায়ে লেগেছে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। বনদফতর কী জানায়, সেদিকে তাকিয়ে সকলে।