বাংলা নিউজ > বাংলার মুখ > BJP,s Fact Finding Team: সামনেই দুর্গাপুজো, মণ্ডপ দেখুন! বিজেপির পাঁচ সদস্যের দলকে কটাক্ষ কুণালের

BJP,s Fact Finding Team: সামনেই দুর্গাপুজো, মণ্ডপ দেখুন! বিজেপির পাঁচ সদস্যের দলকে কটাক্ষ কুণালের

কুণাল ঘোষ। (PTI)

আহতদের দেখে প্রতিনিধি দলটি তৃণমূল উদ্দেশে তোপ দেগে বলেছে, রাজ্যে জঙ্গলরাজ চলছে।আসন্ন লোকসভা নির্বাচনে এর ‘জবাব’ তারা দেবেন। এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

নবান্ন অভিযানে ‘হিংসার’ তথ্যানুসন্ধানে রাজ্যে এসেছে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। আহতদের দেখে তাঁরা তৃণমূল উদ্দেশে তোপ দেগে বলেছেন, রাজ্যে জঙ্গলরাজ চলছে।আসন্ন লোকসভা নির্বাচনে এর ‘জবাব’ তারা দেবেন। এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

শনিবার তিনি বলেন, ‘‘ওঁরা এখানে আসুন, বাংলার উন্নয়ন-কৃষ্টি-সংস্কৃতি ঘুরে দেখুন। সামনেই দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরি হচ্ছে, সেগুলো দেখুন। কিন্তু নবান্ন অভিযানের নামে যে তাণ্ডব-ভাঙচুর-গাড়িতে আগুন জ্বালানো-পুলিশ অফিসারকে মার— এসবই তো টিভির পর্দায় দেখা গেছে। ভিডিও রয়েছে। এখানে এসে কী দেখবেন! রাজনৈতিক পর্যটক হিসেবে ঘুরতে এসেছেন, আসুন।’’

তাঁর আর কটাক্ষ,‘‘যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখিমপুর-হাথরাস-উন্নাওয়ে যখন পরপর ধর্ষণ, খুন হয় তখন কোথায় থাকে বিজেপির পর্যবেক্ষক টিম? বাংলায় গণতন্ত্র রয়েছে, যে-কেউ এখানে আসতে পারেন। এই রাজ্যে অনেক দেখার আছে। ঘোরার জায়গা আছে। কলকাতা নিরাপদ শহর। তাই দেখতে আসছেন।’’

সেই সঙ্গে বিজেপির তথ্যানুসন্ধানী দলকে কুণালের পরামর্শ, ‘‘ওদের অনুরোধ করব, যে পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছেন তাঁর বয়ান নিন। আহত পুলিশকর্মীদের বয়ান নিন। বড়বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলুন।’’

বন্ধ করুন