বাগডোগরা থেকে এবার হেলিকপ্টারে মিরিক, দার্জিলিং, কালিম্পং; হল ট্রায়াল রান
Updated: 04 Jan 2023, 07:29 PM ISTবাগডোগরা থেকে সরাসরি হেলিকপ্টারে পৌঁছে যাওয়া যাবে মিরিক, দার্জিলিং, কালিম্পং ও গ্যাংটকে। আকাশপথে যেতে যেতে দুর্দান্ত প্রাকৃতিক শোভার সাক্ষী হতে পারবেন। একেবারে কম সময়েই পৌঁছে যাবেন। খরচ একটু বেশি হলেও, আপনার বেড়ানোর বাকেট লিস্টে এটি রাখতেই পারেন।
পরবর্তী ফটো গ্যালারি