লক্ষ্মীপুজোর দিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। বঙ... more
লক্ষ্মীপুজোর দিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। বঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও তা দুর্যোগের আকার ধারণ করবে না বলে আশা করা হচ্ছে। এদিকে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আজ।
1/5হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। বর্ষা বিদায়ের পালা শুরু হবে শীঘ্রই। ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিছুটা। অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে। (PTI)
2/5এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে এরপর আগামী সপ্তাহের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। এর মাঝে ভ্যাপসা গুমোট গরম থাকবে। (PTI)
3/5উত্তরবঙ্গে আজ, লক্ষ্মীপুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়েরও অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (PTI)
4/5রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। (PTI)
5/5এর আগে শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫ শতাংশ। (ছবি - এএনআই) (PTI)