বাংলা নিউজ > বাংলার মুখ > 'যা দেখলাম, বলে বোঝাতে পারব না', অসমে বঙ্গছাড়াদের সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল

'যা দেখলাম, বলে বোঝাতে পারব না', অসমে বঙ্গছাড়াদের সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় (সৌজন্যে পিটিআই)

অসমের শরণার্থী শিবির পরিদর্শনের পর রাজ্যপাল বলেন, আশ্রয়হীন মানুষদের চোখে যেই আতঙ্ক আমি দেখেছি তার বিবরণ আমি শব্দে বয়ান করতে পারব না।

গতকাল কোচবিহারের শীতলকুচি, মাথাভাঙা ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘোরার পর আজ অসমে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে গিয়ে রাজ্যপাল ভোট পরবর্তী হিংসার জেরে রাজ্যছাড়া হওয়া মানুষের সঙ্গে দেখা করেন। সেখানে সেই মানুষদের সঙ্গে দেখা করে রাজ্যপাল বলেন, আশ্রয়হীন মানুষদের চোখে যেই আতঙ্ক আমি দেখেছি তার বিবরণ আমি শব্দে বয়ান করতে পারব না।

এদিন অসম সফরের পর শিলিগুড়ি ফিরে এসে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, 'এই মানুষরা এতটাই ভীত ছিলেন যে তাঁরা আমার কাছে অভিযোগ করেন যে তাঁদের উপর হয়ত আবার হামলা হতে পারে। আমি ভাবতেও পারছি না যে তাঁর কতটা আতঙ্কিত। তাঁরা রাজনৈতিক হিংসার শিকার কারণ তাঁরা বাংলার শাসক দলের বিরোধিতা করেছেন। আমি এই সরকারকে সংবাদমাধ্যমের মাধ্যমে সতর্ক করছি। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।'

এর আগে অসম সফরে যাওয়ার আগে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন, 'রাজ্যপাল পোস্ট অফিস নয়। রাজ্যপালেরও কিছু দায়িত্ব আছে। আমার প্রথম দায়িত্ব দেশের সংবিধান বাঁচানো। আর দ্বিতীয় দায়িত্ব হল মানুষকে সেবা করা।'

এদিন অসমে গিয়ে ঘড়ছাড়া মানুষদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। বিজেপির দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসার পর তাদের বেশ কিছু কর্মী অসমে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের প্রশাসন সাধারণ মানুষের জীবনরক্ষা করে না। জীবন বাঁচাতে বাংলা ছেড়ে পালিয়ে যায় অনেকে। এটি আমার জন্য এবং সরকারের জন্য লজ্জার বিষয়।' এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি।

বন্ধ করুন