বাংলা নিউজ > ব্র্যান্ড পোস্ট > Rs. 10,000 মধ্যে সেরাটা কিনতে চান? দেখে নিন #FullOnFab Galaxy F12

Rs. 10,000 মধ্যে সেরাটা কিনতে চান? দেখে নিন #FullOnFab Galaxy F12

যাই আপনি করতে পছন্দ করেন না কেন, নতুন Samsung Galaxy F12 মাধ্যমে আপনার চাহিদা পূরণ হবে ৷ ছবি : স্যামসুং (Samsung)

দাম মাত্র 9999 টাকা ৷ এই স্মার্টফোনে রয়েছে True 48MP Quad Camera এবং 90Hz refresh rate ৷ তাই 12 April, দুপুর 12 টার পর থেকে সেল শুরু হলেই এই ফোন হাতে উঠুক আপনারও!

Samsung Galaxy F12 স্মার্টফোনটি দেশের মধ্যে ইতিমধ্যেই আলোড়ন তৈরি করেছে ৷ আর তাতে অবাক হওয়ার মতো কিছুই নেই ৷ কারণ এটা হল এই প্রজন্মের কাছে স্বপ্নের ফোন ৷ যারা চায় সেরা ডিজাইন এবং প্রযুক্তি ৷ কিন্তু অধিকাংশ সময়েই কিছু না কিছুর সঙ্গে আপোস করতে হয় ৷ এর কারণ অতিরিক্ত দাম ৷ কিন্তু Samsung ক্রেতাদের ইচ্ছাপুরণে সফল ৷ এটি এমন একটা ফোন যাতে 48MP ক্যামেরা এবং 90HZ ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচার্স রয়েছে এবং দাম সাধ্যের মধ্যেই ৷ হ্যাঁ, এই ফোন পাওয়া যাবে অবিশ্বাস্য 9999 টাকায় ৷ যার মধ্যে আবার রয়েছে 1000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক* অফার ৷ যদি আপনি ICICI Bank card ব্যবহার করে কেনেন !

ক্রেতাদের পছন্দের কথা জেনেই Samsung বরাবরই তাদের প্রত্যাশা পূরণ করে এসেছে ৷ যাই আপনি করতে পছন্দ করেন না কেন, নতুন Samsung Galaxy F12 মাধ্যমে আপনার চাহিদা পূরণ হবে ৷ শহরের মধ্যে সবচেয়ে সেরা জায়গার ছবি তোলা থেকে শুরু করে আপনার প্রিয়জনদের সঙ্গে অসাধারণ সব সেলফি তুলে আপলোড, উইকেন্ড কাটান নতুন গেম খেলে বা পপুলার বিঞ্জ-ওয়াচ শো দেখে ৷ এমন অনেক কিছুই রয়েছে আপনার জন্য ৷ এই অসাধারণ স্মার্টফোন শুধু আপনার হাতে থাকলেই হল ৷ হ্যাঁ, এটাকেই আমরা বলি #FullOnFab life !

দুর্দান্ত ছবি তুলুন #FullOnFab ক্যামেরায়

এই দুর্দান্ত True 48MP quad camera-র মাধ্যমে কোনও মুহূর্তই আর খারাপ লাগবে না ! নিখুঁত, উজ্জ্বল এবং স্বচ্ছ ছবিই তুলতে পারবেন, যখনই আপনি ছবি তুলতে চাইবেন ৷ খাবার বা মুড হোক, কোনও বিশেষ দিন হোক, সব কিছুই দুর্দান্ত দেখতে লাগবে ৷ এরপর আর আমাদের দোষ দেবেন না, যদি আপনার বন্ধুরা আপনার দুর্দান্ত, ঝকঝকে ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে পাগল হয়ে যায় ! কারণ আপনি কিন্তু #FullonFabLife জীবন কাটাচ্ছেন ৷ এর জন্য অবশ্যই এই ফোনটির ক্যামেরাকে ধন্যবাদ জানাতে হয় ৷

এর সঙ্গে রয়েছে 5MP camera, সঙ্গে Ultra Wide Lens ৷ এবং পোর্ট্রেট শটসের জন্য 2MP camera এবং ম্যাক্রো শটস, macro shots-এর জন্য 2MP camera ৷এর ফলে যত খুশি পরীক্ষা-নিরীক্ষা আপনি করতে পারেন ৷ এর সঙ্গে আপনি হটশট কনটেন্ট ক্রিয়েটারও তৈরি করতে পারেন ৷ বিশ্বাস করুন এই Samsung Galaxy F12 ফোন দিয়ে আপনি সহজেই সব কিছু করতে পারবেন ৷ তাই নিজের চিন্তাভাবনাকে আরও বাড়িয়ে তুলুন ৷ বাকি কাজটা এই স্মার্টফোন আপনার করে দেবে !

এর পাশাপাশি এই ফোনটি এতটাই ভাল, যতটা ভাল সেলফি এটি তুলতে পারে! আর এ ব্যাপারে এটা বেশি নম্বরই পাবে ৷ এতে রয়েছে 8MP front camera যা আপনার অবশ্যই পছন্দ হবে ৷ দরকার শুধু আপনার সেরা অবতার, তাহলেই সব হয়ে যাবে ! আপনার সোশ্যাল মিডিয়া উপচে পড়বে ‘আগুন’ এবং ‘হদয়’ ইমোজিতে ৷ কারণ সব ফ্রেমেই আপনাকে দুর্দান্ত লাগবে ৷

স্ক্রোল করুন নিজের মতো এবং পান দারুণ আনন্দ ৷ কারণ এতে রয়েছে #FullOnFab ডিসপ্লে

আর কী আছে এতে ৷ এই ফোন ব্যবহার করে মাখনের মতো স্ক্রোলিং অভিজ্ঞতা হবে আপনার ৷ এর জন্য ধন্যবাদ দিতেই হয় এর 90Hz, 6.5" HD+ Infinity V Display-কে ৷ সে আপনি সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, গেম খেলা বা নিজের পছন্দের শো দেখুন, সব কিছুই হবে দুর্দান্ত ৷ এর জন্য ধন্যবাদ Samsung Galaxy F12-কে ৷

 

গেম খেলতে ভালোবাসেন ? তাহলে আপনার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে ৷ কারণ আর কোনও সমস্যা আপনার হবে না বন্ধুদের সঙ্গে খেলার সময় ৷ ফোনে গেম খেলার সময় কোনও সমস্যা হলে, বিশেষ করে যে সময়টা আপনি জিতছেন, তখন খুবই বিরক্তিকর লাগে ! কিন্তু Samsung Galaxy F12 ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন না, কখন থামতে হবে ৷ আর এর জন্য আমরা আপনাকে দোষও দিতে পারি না ৷ কারণ অভিজ্ঞতাটাই হবে এমন দুর্দান্ত ! তাই আপনার গেম মোড অন করুন এবং ভুলে যান বাকি সব কিছু ৷

ওহ, আর আপনি যদি শো দেখতে ভালবাসেন সপ্তাহান্তে বা সপ্তাহের যে কোনও দিন, তাহলে এই ফোন আপনাকে আনন্দ দেবে! পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনন্ত সময় ধরে স্ক্রোল করা হেল্লো, স্টক করা অবশ্যই আনন্দের হবে ৷ কারণ এই ফোনে স্ক্রোল করা অত্যন্ত সহজ ৷ যা আগে কখনও আপনি দেখেননি ৷ আমরা এই ফোন থেকে দূরে থাকতে পারছি না ৷ বাজি ধরে বলতে পারি আপনিও পারবেন না ৷ #FullOnFab জীবনে আপনাকে স্বাগত !

অপেক্ষা করুন, এখনও শেষ হয়নি...

 Samsung Galaxy F12 -এ থাকছে 6000 mAh battery । ছবি : স্যামসুং
 Samsung Galaxy F12 -এ থাকছে 6000 mAh battery । ছবি : স্যামসুং (Samsung)

এই ফোন পাওয়া যাচ্ছে 6000 mAh battery-র সঙ্গে, যা এক দিনের চেয়েও বেশি স্থায়ী হবে ! জেনে নিন- এক বার চার্জ দিলেই, Galaxy F12 29 hours ধরে ভিডিও প্লেব্যাক, 49 hours ভয়েস কল এবং 131 hours ধরে মিউজিক প্লেব্যাক চালাতে সক্ষম !

আর কী চাই, এর সঙ্গে রয়েছে 15W adaptive charging, যা অবশ্যই খুবই উপযোগী ৷

Samsung Galaxy F12 -এ রয়েছে 15W adaptive charging, যা অবশ্যই খুবই উপযোগী ৷ ছবি : স্যামসুং
Samsung Galaxy F12 -এ রয়েছে 15W adaptive charging, যা অবশ্যই খুবই উপযোগী ৷ ছবি : স্যামসুং (Samsung)

এর সঙ্গে রয়েছে Fab Processor যার মাধ্যমে খুব সহজেই মাল্টি-টাস্কিং সম্ভব ৷ হ্যাঁ, অত্যন্ত শক্তিশালী 8nm Exynos 850 processor মাধ্যমে ফোনের ব্যাটারি চলবে অনেকটা বেশি সময় ধরে! তাই এতে আপনিই জিতছেন ৷

Samsung Galaxy F12 পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে- 4GB RAM+64GB internal storage এবং 4GB RAM+128GB internal storage expandable up to 512GB ৷ আরও একটু আনন্দ করুন, কারণ LPDDR4x RAM দিচ্ছে মাল্টিটাস্কিংয়ের সুবিধা ৷ সঙ্গে রয়েছে দুটি ডেডিকেটেড সিম স্লট two dedicated SIM slots ৷ আপনার পছন্দ না হওয়ার আর কী কারণ থাকতে পারে?

ওহ, অপেক্ষা করুন, আরও কিছু শোনা বাকী আছে ! এই ফোনে রয়েছে আরও অনেক অসাধারণ ফিচার্স, যার মধ্যে রয়েছে দুর্দান্ত সুরক্ষা ব্যবস্থা, এর জন্য ধন্যবাদ জানাতে হবে side fingerprint scanner এবং fast face unlock-কে ৷

Samsung Galaxy F12 মধ্যে পাবেন ফুল One UI 3.1 experience on top of Android 11 ৷ যার অর্থ হল আপনি অনেক বেশি ইন্টার‍্যাকটিভ ইন্টারফেসের আনন্দ নিতে পারবেন ৷

অল-রাউন্ড এন্টারটেনমেন্ট ব্যবস্থায় Samsung বরাবরই সামনের সারিতে রয়েছে ৷ Dolby Atmos–সহ অডিও অভিজ্ঞতা যে দুর্দান্ত হবে, তাতে কোনও সন্দেহ নেই ৷ বিশ্বাস করুন, আপনি একটা ছোট্ট শব্দও মিস করবেন না ৷ কারণ সাউন্ডের স্বচ্ছতা দুর্দান্ত !

তাহলে আর আপনি কীসের জন্য অপেক্ষা করছেন ? হাতে তুলে নিন এই স্মার্টফোন, যা পাওয়া যাচ্ছে তিনটি দুর্দান্ত রঙে- Sea Green, Sky Blue and Celestial Black ৷

Samsung Galaxy F12 পাওয়া যাচ্ছে তিনটি দুর্দান্ত রঙে- Sea Green, Sky Blue and Celestial Black ৷ ছবি : স্যামসুং
Samsung Galaxy F12 পাওয়া যাচ্ছে তিনটি দুর্দান্ত রঙে- Sea Green, Sky Blue and Celestial Black ৷ ছবি : স্যামসুং (Samsung)

এক ধাপ দূরে #FullOnFab জীবন থেকে

একটা ফোনের মাধ্যমে আপনি অনেক কিছু পেতে পারেন হ্যাঁ, এটা সত্যি কথা আর তাও অবিশ্বাস্য 9,999 টাকায় ৷ থাকছে 1,000 ইনস্ট্যান্ট ক্যাশব্যাক* অফারও, যখন আপনি আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন! নতুন এই Samsung Galaxy F12 ফোনটি কিনতে দেখুন ফ্লিপকার্ট এবং স্যামসাং.কম Samsung.com ৷ ফ্লিপকার্ট ব্যবহারকারীরা পাবেন সহজ ইএমআই পেমেন্ট অপশন এবং সঙ্গে আরও অনেক অফার, যখন এই ফোনের বিক্রি শুরু হবে ৷

তারিখটা লিখে রাখুন- April 12, 2021, 12 noon!

ব্র্যান্ড পোস্ট খবর

Latest News

‘কারা নীতির পাঠ দিচ্ছেন?’ কুণাল কামরা বিতর্কে বাকস্বাধীনতা নিয়ে সওয়াল অরিত্রর ভারতে এসে ভারত সম্পর্কেই কুকথা, বিক্ষোভ দেখিয়ে বাংলাদেশিকে ফেরত পাঠাল জনতা নিজেকে নির্দোষ দাবি করে আরজি কর মামলা থেকে অব্যহতি চাইলেন থ্রেট কালচারের এই মাথা মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি, ২ মহিলা আধিকারিকের উপর নেমে এল শাস্তির খাঁড়া! ‘দেখল সবাই কেউ বাঁচাতে এল না’ কলকাতায় থান ইঁট দিয়ে তরুণীকে রাস্তায় মার! শরীরের এই অংশে তিল থাকলে দেয় দুর্ভাগ্যের ইঙ্গিত? দেখুন কী বলছে সমুদ্র শাস্ত্র ৪.৭৫ কোটি খোরপোশ, ধনশ্রীকে ‘গোল্ড ডিগার’ বলল রোহিত শর্মার বউ? ১টা লাইক নিয়ে হইচই সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আওয়াজ মিউট,কী এমন ছিল সিকন্দরে India vs Bangladesh Football Live: বড় সুযোগ হাতছাড়া করল ভারত ভাগাড় বিপর্যয়ে হাওড়া শহরজুড়ে জমছে আবর্জনার স্তূপ, দুর্গতদের পাশে রেড ক্রস

IPL 2025 News in Bangla

DC-র কাছে হারের পর দিন স্বস্তির খবর LSG শিবিরে,দলে যোগ দিতে চলেছেন তারকা প্লেয়ার IPL 2025 অভিযান শুরুর আগে দেখুন গিলের গুজরাট টাইটানসের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি ২টি ছক্কা মারার পরেই আউট স্টাবস! IPL 2025-এর নতুন নিয়মের কারণেই কি এমন হল? IPL 2025 অভিযান শুরুর আগে দেখুন শ্রেয়সদের পঞ্জাব কিংসের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি IPL 2025 শুরুর আগে ২১.১ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্যকুমার রোহিতকেই ঠুকেছেন… সম্প্রতি নেতৃত্ব নিয়ে ধোনির মন্তব্য নিয়ে ঝড় নেটপাড়ায় ‘তাড়াতাড়ি পালা’, ইডেনে মাঠে ঢুকে পড়া ভক্তকে কী বলেন কোহলি, জানা গেল এতদিনে IPL 2025: LSG-র বিরুদ্ধে DC-র জয়ের আসল রহস্য কী? ডু প্লেসির গলায় লিগের নতুন নিয়ম হারতেই সোজা LSG-র সাজঘরে গোয়েঙ্কা, গম্ভীর মুখে মালিকের কথা শুনলেন ক্রিকেটাররা অক্ষর টস জিততেই তাঁর উপর জোর করে প্রথমে ব্যাটিং চাপাতে চেয়েছিলেন পন্ত- ভিডিয়ো

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.