Durand Cup Quarter Final Live-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান। কোয়ার্টার ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস জয় সবুজ মেরুন শিবিরের। কলকাতায় সেমিফাইনালে কেরল ব্লাস্টার্স অথবা বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস
২৭ আগাস্ট কলকাতায় সেমিফাইনাল খেলবে মোহনবাগান
কলকাতায় সেমিফাইনালে কেরল ব্লাস্টার্স অথবা বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস, আপাতত লাইভ ব্লগ এখানেই শেষ
ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, হিরো বিশাল কাইথ
ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, পঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারিয়ে ম্যাচ জয় ৬-৫ গোলে
সাডেন ডেথে দ্বিতীয় শট
ধনচন্দ্রের শট সেভ করলেন বিশাল কাইথ, গোল করে বাগানকে জেতালেন টম আলদ্রেদ
সাডেন ডেথের প্রথম শট
পঞ্জাবের হয়ে গোল মেলরয়ের, মোহনবাগানের হয়ে গোল শুভাশিস বোসের, ফল ৫-৫
পঞ্চম টাইব্রেকার শটঃ মোহনবাগান ৪,পঞ্জাব ৪
ইভানের শট সেভ করলেন বিশাল কাইথ, মোহনবাগানের হয়ে গোল গ্রেগের
চতুর্থ টাইব্রেকার শটঃ মোহনবাগান ৩, পঞ্জাব এফসি ৪
পঞ্জাবের ফিলিপ গোল করলেন, বাগানের হয়ে গোল পেত্রাতোসের
তৃতীয় টাইব্রেকার শটঃ মোহনবাগান ২, পঞ্জাব এফসি ৩
বাকেনগা গোল করলেন পঞ্জাবে হয়ে, মোহনবাগানের হয়ে গোল লিস্টন কোলাসোর
টাইব্রেকারে পঞ্জাব ২, মোহনবাগান ১
দ্বিতীয় টাইব্রেকারে গোল করলেন পঞ্জাবের ভিদাল, মোহনবাগানের হয়ে গোল মনবীর সিংয়ের
মোহনবাগানের শট মিস
জ্যাসন কামিন্সের নেওয়া টাইব্রেকার শট বারে লেগে প্রতিহত হল
শুরু হল টাইব্রেকার
পঞ্জাবের হয়ে গোল ভিনিত রাইয়ের
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ৩-৩
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ৩-৩,এবার টাইব্রেকার
৯০ মিনিটঃ স্কোরলাইন মোহনবাগান ৩, পঞ্জাব এফসি ৩
কর্নার পেল পঞ্জাব এফসি, কিন্তু শট বাইরে… আক্রমণে প্রাধান্য রয়েছে মোহনবাগানের
৮৩ মিনিটঃ স্কোরলাইন মোহনবাগান ৩, পঞ্জাব এফসি ৩
বারবার পিছিয়ে পড়েও ফিরে এল মোহনবাগান সুপার জায়ান্টস, দুরন্ত পারফরমেন্স বাগানের
৭৫ মিনিটঃ ফ্রি কিক মোহনবাগানের অনূকুলে
গোল করে মোহনবাগানকে সমতায় ফেরালেন জ্যাসন কামিনস
৭৫ মিনিটঃ ফ্রি কিক মোহনবাগানের অনূকুলে
মোহনবাগান ফ্রি কিক পেল, পেত্রাতোসের ফ্রি কিক নির্বিষ। পাল্টা আক্রমণে পঞ্জাব এফসি
৭১ মিনিটঃ গোল খেল মোহনবাগান
কাউন্টার অ্যাটাক থেকে গোল করল পঞ্জাব এফসি, দুরন্ত শটে গোল ভিদালের। মিরজালেকের পাস থেকে বাঁপায়ের শটে অনবদ্য গোল
৬৯ মিনিটঃ স্কোরলাইন - মোহনবাগান ২, পঞ্জাব এফসি ২
মোহনবাগানের পরিবর্তন… মাঠে নামলেন দিমিত্রি পেত্রাতোস এবং শুভাশিস বোস
৬৫ মিনিটঃ স্কোরলাইন - মোহনবাগান ২, পঞ্জাব এফসি ২
একক দক্ষতায় গোল করার চেষ্টা লিস্টনের, কিন্তু বল বাইরে
৬২ মিনিটঃ সমতায় ফিরল পঞ্জাব এফসি
সমতায় ফিরল পঞ্জাব দল! দুরন্ত গোল করলেন পঞ্জাব এফসির বিদেশি ফুটবলার মিরজালেক
৬০ মিনিটঃ স্কোরলাইন- মোহনবাগান ২, পঞ্জাব এফসি ১
দুরন্ত শট পঞ্জাবের ভিদালের, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দুই দলই শট নিয়েছে ৭টি
৫৫ মিনিটঃ স্কোরলাইন- মোহনবাগান ২, পঞ্জাব এফসি ১
পরিবর্তন পঞ্জাব দলের। মাঠের বাইরে গেলেন অধিনায়ক মাজসেন, মাঠে এলেন বাকেনগা
৫০ মিনিটঃ দুরন্ত সেভ বিশাল কাইথের
দুরন্ত সেভ মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের, পরপর দুটি সেভ করলেন বিশাল
৪৮ মিনিটঃ স্কোরলাইন মোহনবাগান সুপার জায়ান্টস ২, পঞ্জাব এফসি ১
মোহনবাগানের জোড়া পরিবর্তন দ্বিতীয়ার্ধে, মাঠে এলেন জ্যাসন কামিনস, মনবীর সিং। মাঠে নামার পরেই গোল মনবীর সিংয়ের
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল মোহনবাগানের…
এগিয়ে গেল মোহনবাগান। গোল করলেন মনবীর সিং। সামাদের পাস থেকে গোল মনবীরের। মাঠে নেমেই গোল
প্রথমার্ধ শেষঃ মোহনবাগান সুপার জায়ান্টস ১, পঞ্জাব এফসি ১
প্রথমার্ধে বল পজিশন বেশি রয়েছে মোহনবাগানের ৬৫ শতাংশ, পঞ্জাবের ৩৫ শতাংশ। গোলমুখী শট বাগানের ৬টি, পঞ্জাবের ২টি। প্রথমার্ধে আলবার্তো রদ্রিগেজের ফাউলে পেনাল্টি থেকে গোল করে যান পঞ্জাবের লুকা মাজসেন। বাগানকে সমতায় ফেরান সুহেল ভাট
৪৫ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ১
প্রথমার্ধে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
৪৪ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ১
মধ্যাহ্ন বিরতির আগেই সমতায় ফিরল মোহনবাগান। লিস্টনের বাড়ানো পাসে শট নেন গ্রেগ স্টুয়ার্ট, সেই বল সুহেলের পায়ে ডিফ্লেক্ট হয়ে বল গোলে ঢুকে যায়, সমতায় ফেরে বাগান
৪৪ মিনিটঃ মোহনবাগানের গোওওওওওওল…
ডিফ্লেকশনে গোল পেল মোহনবাগান
৪২ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
মোহনবাগানের আক্রমণের প্রাধান্য অনেক বেশি, তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি সবুজ মেরুন। আক্রমণে কামিনস, পেত্রাতোসের অভাব টের পাচ্ছে দল
৪০ মিনিটঃ স্কোরলাইন-সুযোগ মোহনবাগানের
বল নিয়ে বক্সের ভিতর ঢুকে পড়লেন লিস্টন কোলাসো, তার বাড়ানো বলে সুহেল পা ছোঁয়ালেও তা বাইরে চলে গেল
৩৯ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
পরপর দুবার মোহনবাানের গোল লক্ষ করে আক্রমণ পঞ্জাবের, বল ধরলেন বিশাল কাইথ
৩৫ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
লিস্টনের পাস থেকে সাহাল আবদুল সামাদের অসাধারণ প্রচেষ্টা, কিন্তু বল গোলরক্ষকের হাতে
৩১ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
লিস্টনের বাড়ানো পাস বক্সের ভিতর পেয়ে গেলেন গ্রেগ স্টুয়ার্ট, পাস বাড়ানোর চেষ্টা স্টুয়ার্টের। কিন্তু বল তালুবন্দী করলেন পঞ্জাবের গোলরক্ষক রবি কুমার
৩০ মিনিটঃ বক্সের ভিতর সুযোগ মোহনবাগানের
বক্সের ভিতরে গোলের মতো সুযোগ তৈরি মোহনবাগানের, গ্রেগকে পাস দিতে গিয়ে ভুল করে ফেললেন সামাদ। এরপর লিস্টনের আক্রমণ থেকে কর্নার পেল মোহনবাগান
২৮ মিনিট স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
লিস্টনের বাড়ানো বল পেলেন না সুহেল, মোহনবাগানের বক্সে পরপর আক্রমণ পঞ্জাবের। কিছুটা এলোমেলো ফুটবল মোহনবাগান ফুটবলারদের
২২ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
লিস্টনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, পরপর আক্রমণ করছে মোহনবাগান
১৭ মিনিটঃ স্কোরলাইন- পঞ্জাব এফসি ১, মোহনবাগান ০
পেনাল্টি থেকে গোল করে পঞ্জাবকে এগিয়ে দিলেন মাজসেন
১৬ মিনিটঃ পেনাল্টি পেল পঞ্জাব এফসি
পেনাল্টি পেল পঞ্জাব এফসি, বক্সের ভিতর ফাউল করল মোহনবাগান ডিফেন্ডার আলবার্ত…. স্পট কিক নিতে যাচ্ছেন লুকা মাজসেন
১২ মিনিটঃ মোহনবাগানের আক্রমণ
লিস্টন কোলাসোর বাড়ানো বল থেকে ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা সুহেল ভাটের, কিন্তু বল থ্রো ইনে চলে গেল
১০ মিনিটঃ স্কোরলাইন মোহনবাগান ০, পঞ্জাব এফসি ০, কর্নার মোহনবাগানের
কর্নার পেল মোহনবাগান, গ্রেগ স্টুয়ার্টের বল ক্রিয়ার করে দেওয়া হয়। বল আপাতত মোহনবাগান ফুটবলারদের পজিশনেই
৫ মিনিটঃ স্কোরলাইন মোহনবাগান ০, পঞ্জাব এফসি ০
প্রথম ৫ মিনিটের খেলায় তেমনভাবে কোনও দলই এখনও পর্যন্ত আক্রমণ করে উঠতে পারেনি, বল ঘুরছে মাঠমাঠের আশেপাশেই
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল
মোহনবাগানের প্রথম একাদশ- বিশাক কাইথ, টম আলদ্রেদ, গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসো, অভিষেক সূর্যবংশী, সাহাল আবদুল সামাদ, আলবার্তো রদ্রিরেজ, দীপক টাংরি, দিপেন্দু বিশ্বাস, আশিস রাই, সুহেল ভাট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।