BENGAL : অন্য বড় রাজ্যের থেকে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সংখ্যা। বৃহস্থপতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪২, মৃত ৭।
রাজ্যের দেওয়া সংখ্যার সঙ্গে অবশ্য কেন্দ্রের এই পরিসংখ্যান মিলছে না। তাই বাস্তবে ঠিক কতজন রাজ্যে করোনায় আক্রান্ত, সেই নিয়ে বিভ্রান্তি অব্যাহত। মোট ১১টি জেলায় দেখা মিলেছে করোনার। এর মধ্যে হটস্পট হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।

এই মুহূর্তে আক্রান্তের সংখ্যায় দেশে ১৩তম স্থানে পশ্চিমবঙ্গ। ২৯১৬ কেস নিয়ে প্রথম স্থানে মহারাষ্ট্র। কিছুটা হলেও উন্নতি হয়েছে দিল্লিতে। তামিলনাড়ু, রাজস্থান ও মধ্যপ্রদেশের পরস্থিতি ভাবাচ্ছে সবাইকে।

দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১২৩৮০। মৃত ৪১৪। আগামী তেসরা জুন অবধি লক়ডাউন বৃদ্ধি করা হয়েছে যাতে ছড়িয়ে না যায় এই মারণ রোগ।