দশ বছরের জন্য ভারতে আসতে পারবেন না আড়াই হাজার বিদেশি তবলিগি জামাতিরা
1 মিনিটে পড়ুন .Updated: 04 Jun 2020, 05:59 PM ISTস্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
ভিসা আইন অমান্য করে যে সব তবলিগি জামাতের বিদেশি সদস্যরা ভারতে ছিলেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে তাদের দশ বছরের জন্য ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিভিন্ন রাজ্য থেকে তথ্য সংগ্রহ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক কীভাবে বেআইনি ভাবে মসজিদে লুকিয়ে ছিল জামাতিরা। তারপরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে অমিত শাহর মন্ত্রক। মোট ২৫৫০ জনকে ব্ল্যাকলিস্ট করেছে কেন্দ্র ও তাদের ভারতে আসার পথ ১০ বছরের জন্য বন্ধ করা হয়েছে।
মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তবলিগিদের জমায়েত ছিল। সেখানে দেখা যায় যে ২৫০ বিদেশি সহ ২৩০০ জন একটি স্থানে বসবাস করছেন। শেষ পর্যন্ত অজিত ডোভালকে পাঠিয়ে অনেক বুঝিয়ে জায়গাটি খালি করা হয়।
কিন্তু ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে গিয়েছে। ওখানে অনেকের শরীরে করোনার চিহ্ন মেলে। সারা দেশ জুড়ে তারপর শুরু হয় তবিলিগি জামাতিদের খোঁজ। হাজার হাজার তবলিগি জামাত সদস্যের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে