বাংলা নিউজ > হাতে গরম > মিড ডে মিলের রান্নার পাত্রে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মিড ডে মিলের রান্নার পাত্রে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

ছবিটি প্রতীকী (সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ঘটনায় রাঁধুনিদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুর বাবা-মা।

মিড ডে মিল রান্নার পাত্রে পড়ে গিয়ে মৃত্যু হল বছর তিনেকের এক শিশুর। তাঁর নাম আঁচল কল। ঘটনায় এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। ঘটনাটি মির্জাপুরের লালগঞ্জের।

রামপুর আটারি প্রাথমিক স্কুলে পড়ত শিশুটি। সোমবার সে খেলার সময় মিড ডে মিলের রান্না চলছিল। সেই সময় কোনওভাবে স্টোভের কাছে চলে আসে। সামনেই ডাঁই করা নির্মাণ সামগ্রীতে হোঁচট খেয়ে ফুটন্ত পাত্রের মধ্যে পড়ে যায় সে।

শিশুটিকে দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মির্জাপুরের মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় রাঁধুনিদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুর বাবা-মা।

কিন্তু, স্কুলের মধ্যে নির্মাণ সামগ্রী ডাঁই করা ছিল কেন? এক আধিকারিক জানান, স্কুলের মধ্যে নির্মাণকাজ চলছিল। সেজন্য প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল।

বন্ধ করুন