করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতে প্রধানমন্ত্রীর আহ্বানে দেশবাসী রবিবার রাত নটায় নয় মিনিটের জন্য প্রদীপ জ্বালিয়েছে। লকডাউনের জেরে মানুষ যখন বাড়িতে বসে, বিভিন্ন চিন্তা তাদের কুরে কুরে আসছে, তখন এই নয় মিনিট একটু ভিন্ন রং নিয়ে এল একঘেয়ে জীবনযাত্রায়।
এর মধ্যে কেউ কেউ আবার অতি উত্সাহে নানান অভিনব ভাবে এই করোনার বিরুদ্ধে যুদ্ধে মাতলেন। সেগুলির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখুন এক নজরে-
বাপ্পিদা কে প্রতিযোগিতা দিতে পারে!
রীতিমত গোলাগুলি ছুঁড়তে শুরু করলেন এক বিজেপি নেত্রী-
বারান্দায় ভূত নাকি!
একেবারে মশাল নিয়ে নেমে পড়েছেন তেলাঙ্গানার বিজেপি বিধায়ক। স্লোগানে করোনাকে চাইনিজ ভাইরাস বলে সম্বোধন।
লকডাউন ভেঙে একেবারে মশাল মিছিল বাংলায়।
তবে সবাই নিয়ম ভেঙে নয়, অনেকেই সঠিক ভাবে করোনার বিরুদ্ধে এই প্রতীকি লড়াইতে সামিল হয়েছিলেন।
করোনার প্রকোপ রুখতে ১৪ এপ্রিল অবধি চলবে লকডাউন। করোনা সংখ্যার বৃদ্ধিতে অবশ্য বিরাম নেই। সরকারি হিসাবেই চার হাজারের ওপর আক্রান্ত, মৃত একশোর ওপর।