বাংলা নিউজ > হাতে গরম > হেগড়ের 'গান্ধী' মন্তব্য নিয়ে উত্তাল লোকসভা, বিতর্কিত মন্তব্য অধীরের

বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের 'মহাত্মা গান্ধী' মন্তব্য নিয়ে সোমবার উত্তাল হল লোকসভা। বিজেপি-বিরোধী স্লোগানের পর লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা। শাসক দলের বিরুদ্ধে 'গডসে রাজনীতি'-র অভিযোগ তোলেন তাঁরা।

তুমুল হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। দুপুরে ফের অধিবেশন শুরু হলে সংসদের নিম্নকক্ষে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী অভিযোগ করেন, সারা বিশ্বে সমাদৃত হন মহাত্মা গান্ধী। অথচ সেই গান্ধীকেই অপমান করেছেন বিজেপি নেতা।

এরপর একটি বিতর্কিত মন্তব্য করেন বহরমপুরের সাংসদ। তা নিয়ে পালটা সরব হন বিজেপি সাংসদরা। অধীরের মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা।

উল্লেখ্য, গত শনিবার মহাত্মা গান্ধীর ব্রিটিশ-বিরোধী সংগ্রামকে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। তিনি বলেন, 'তথাকথিত এই নেতারা (মহাত্মা গান্ধী) কোনওদিন পুলিশের লাঠি খাননি। ওদের স্বাধীনতা সংগ্রাম বড় নাটক ছিল। ব্রিটিশদের সায় নিয়েই এই আন্দোলন হয়েছিল। ওটা যথার্থ লড়াই ছিল না।' তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। চাপের মুখে পড়ে হেগড়কে শো-কজ করে বিজেপি।

বন্ধ করুন