
ভারতের শীর্ষ সামরিক চিকিৎসকের দায়িত্বভার নিলেন অ্যাডমিরাল রজত দত্ত
১ মিনিটে পড়ুন . Updated: 01 Jan 2021, 08:03 PM IST- পেশায় কারডিওলজিস্ট রজত দত্ত।
সার্জেন ভাইস অ্যাডমিরাল রজত দত্ত শুক্রবার সামরিক বাহিনীর স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল পদে যোগদান করলেন। এর আগে নৌসেনার মেডিক্যাল উইংয়ের দায়িত্বে ছিলেন তিনি। এবার ভারতের শীর্ষ সামরিক চিকিৎসকের দায়িত্বভার নিলেন অ্যাডমিরাল রজত দত্ত।
এর আগে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের দায়িত্বে ছিল তিনি। পুনের আর্মড ফোর্স মেডিক্যাল কলেজের প্রাক্তনী রজতবাবু। ১৯৮২ সালে তিনি আর্মি মেডিক্য়াল কোরে যোগদান করেন। সামরিক চিকিৎসকরা তিনটি বাহিনীর মধ্য়ে ঘুরে ঘুরে কাজ করতে পারেন।
পেশায় কারডিওলজিস্ট রজত দত্ত। গতবছর রাষ্ট্রপতির সাম্মানিক সার্জেন হিসেবে দায়িত্ব পান তিনি। আমেরিকার সোস্যাইটি অফ কারডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইনটারভেনশনসের ফেলো রজতবাবু।