আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে টিকিট কাটতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হন। তাদের জন্য সুখবর। এবার থেকে অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেই টিকিট কাটতে পারবেন। তার জন্য আইআরসিটি-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অ্যামাজন ইন্ডিয়া।
অ্যামাজন জানিয়েছে প্রাথমিক ভাবে তারা পরিষেবা চার্জ নেবে না, সার্ভিস গেটওয়ে ব্যবহারের টাকাও মুকুব করে দেওয়া হয়েছে। প্রথমবার টিকিট বুক করলে ক্যাশব্যাকও দেওয়া হবে বলে সংস্থা জানিয়েছে। এর আগে বাস ও ফ্লাইটের টিকিট মিলত অ্যামাজনে। এবার মিলবে ট্রেনের টিকিটও।
কোন শ্রেণিতে কত টিকিট পড়ে আছে ও কোন সিট খালি আছে সেগুলি জানা যাবে অ্যামাজন অ্যাপে। অ্যামাজন পে ব্যালেন্স ওয়ালেট দিয়ে টিকিটের দাম মেটানো যাবে। পিএনআর স্ট্যাটাসও চেক করা যাবে অ্যামাজনে। যারা অ্যামাজন পে ব্যবহার করছেন, তারা টিকিট ক্যানসেল বা পেমেন্ট দিতে গিয়ে প্রযুক্তিগত ত্রুটি হলে তখনই টাকা ফেরত পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ, দুটিতেই পাওয়া যাবে এই সুযোগ।