বাংলা নিউজ > হাতে গরম > ফেসবুকের সঙ্গে জিও-র চুক্তির পর ফের এশিয়ার সবচেয়ে ধনীর তকমা পেলেন মুকেশ আম্বানি

ফেসবুকের সঙ্গে জিও-র চুক্তির পর ফের এশিয়ার সবচেয়ে ধনীর তকমা পেলেন মুকেশ আম্বানি

কাজে ব্যস্ত মুকেশ আম্বানি  (MINT_PRINT)

জিও-র দশ শতাংশ মালিকানা নিয়েছে ফেসবুক। 

ফেসবুকের সঙ্গে জিও-র ঐতিহাসিক চুক্তির জেরে এক ধাক্কায় বাড়ল রিলায়েন্সের শেয়ার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১০ শতাংশ বাড়ে বুধবার। এর জেরে জ্যাক মা-কে পিছনে ফেলে ফের এশিয়াার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। 

বুধবার প্রায় ৪.৭ বিলিয়ন ডলার বাড়ে আম্বানির ধনরাশি। এরফলে তার মোট ধনরাশির মান হয় ৪৯.২ বিলিয়ন ডলার যেটি জ্যাক মা-র ধনরাশির চেয়ে ৩.২ বিলিয়ন বেশি Bloomberg Billionaires Index অনুযায়ী। 

জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ অংশীদারিত্ব ৪৩ হাজার কোটি টাকা দিয়ে কিনেছে ফেসবুক। ভারতের বাজারে হোয়াটসঅ্যাপ পে যাতে সফল হয়, তার জন্যেই এই চুক্তি। দেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই অর্থের প্রত্যক্ষ বিদেশি লগ্নি নজিরবিহীন। 

এই চুক্তির আগে যদিও কিছুদিন সময় খারাপ যাচ্ছিল মুকেশ আম্বানির। ভারতে শেয়ার বাজারে পতন ও দুনিয়া জুড়ে তেলের দাম তলানিতে যাওয়া-এই দ্বিফলার জেরে প্রায় ১৪ বিলিয়ন ডলার ধনরাশি খুইয়ে ছিলেন তিনি। কিন্তু ফেসবুকের সঙ্গে ডিল করার পরেই ফের শেয়ার বাজারে তুঙ্গে রিলায়েন্সের ভাগ্য। 

 

বন্ধ করুন