উত্তর প্রদেশের ফুলপুরে ইফকো-র ইউরিয়া উৎপাদক কারখানার দুর্ঘটনায় অ্যামোনিয়া গ্যাস লিক করে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার রাত ১০.৩০ নাগাদ প্রয়াগরাজ শহরতলির ফুলপুরে ইফকো-র এক নম্বর ইউরিয়া কারখানার একটি অ্যামোনিয়া পাম্পের টাই রড ভেঙে পড়ে। তার জেরে আচমকা প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে।
কারখানা চত্বর থেকে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে অ্যামোনিয়া গ্যাস। পাম্প মেরামতকরতে গিয়ে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হয় দুই শ্রমিকের। ঘটনায় আরও ১৩ জন কর্মী ও ২ ঠিকাশ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে পাঁচ জনকে পরে প্রয়াগরাজের হাসপাতালে ভরতি করা হয়। ইফকো টাউনশিপ হাসপাতালে ভরতি করা হয় আরও ১০ শ্রমিককে। তাঁদের মধ্যে ২ জনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কথা স্বীকার করে প্রয়াগরাজের জেলাশাসক ভানু চন্দ্র গোস্বামী জানিয়েছেন, ’ইফকো-র দুর্ঘটনাগ্রস্ত কারখানাটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান। পরে মেরামতির ফলে গ্যস লিক থামানো গিয়েছে, জানিয়েছেন জেলাশাসক।’