বাংলা নিউজ > হাতে গরম > জগনের প্রশংসায় টিকটক ভিডিওতে গান করলেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী

অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী জগন রেড্ডির প্রশংসায় এবার টিকটক ভিডিও বানালেন তাঁর দলের সতীর্থ। উপমুখ্যমন্ত্রী পুষ্পা শ্রীবেনি একটি সেলফি ভিডিও বানিয়েছেন যেটি তিনি টিকটকে পোস্ট করেছেন। এখানে তিনি তেলেগু গান 'Rayalaseema muddubidda mana Jagan Anna'য় গলা মিলিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।নির্বাচন জেতার পর জগনের দল ওয়াইএসআরসিপির তরফ থেকে এই গান বানানো হয়েছে। এতে অন্ধ্রের রায়ালসীমার ভূমিপুত্র হিসাবে জগনের প্রশংসা করা হয়।


৩৩ বছর বয়সী শ্রীবেনি যদিও উত্তর অন্ধ্রের বাসিন্দা। তফসিলি বিষয়ক দফতরের মন্ত্রী তিনি। বর্তমানে জগনের তিনটি রাজধানী করার প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে। এতে ক্ষুব্ধ বর্তমান রাজধানী অমরাবতীর চাষীরা। জগন নিজের প্রশাসনিক রাজধানী রাখতে চান ভাইজাগে ও আইনি রাজধানী করতে চান রায়ালসীমার কুর্নুলে।

শ্রীবেনি হালে অম্রুতা ভূমি বলে ছায়াছবিতে অভিনয় করেছেন। সেখানে চাষের বিষয় জনসচেতনা বৃদ্ধি করার জন্য শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।



বন্ধ করুন