বাংলা নিউজ > হাতে গরম > পুর নির্বাচনে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ৫০% আসন সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

পুর নির্বাচনে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ৫০% আসন সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

মার্চ মাসের শেষে অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত হবে পুরসভা নির্বাচন।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরভোটে সংরক্ষণের হার কখনই ৫০% এর বেশি রাখা যায় না।

পুরসভা নির্বাচনে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জনজাতির জন্য ৫৯.৮৫% সংরক্ষণের সরকারি নির্দেশ খারিজ করল অন্ধ্র প্রদেশ হাইকোর্ট।

সোমবার বিকেলে আদালতের প্রধান বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী এবং বিচারপতি নইনালা জয়সূর্যের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরভোটে সংরক্ষণের হার কখনই ৫০% এর বেশি রাখা যায় না।

চলতি মাসের শেষে অন্ধ্র প্রদেশ পুর নির্বাচনে তফশিলি জাতির ক্ষেত্রে ৬.৭৭%, তফশিলি উপজাতির ক্ষেত্রে ১৯.০৮% এবং অন্যান্য পিছিয়ে জনজাতিদের ক্ষেত্রে ৩৪% আসন সংরক্ষণ নির্দিষ্ট করে সরকারি বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নম্বর জি্ও ১৭৬) জারি করা হয়।

সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা রুজু করেন জনৈক বি প্রতাপ রেড্ডি। মামলাটি অন্ধ্র প্রদেশ হাইকোর্টে রেফার করে শীর্ষ আদালত।

হাইকোর্ট তার রায়ে সরকারকে এক মাসের মধ্যে ওই সংরক্ষণের হার ৫০% এর মধ্যে সীমিত রাখার নির্দেশ দিয়েছে।

বন্ধ করুন