করোনা মহামারীর ফলে চলছে লকডাউন। এর জেরে ঘরে আটকে মানুুষ। অনেকেরই জমা টাকা কমছে। এর জেরে আপাতত আয়কর দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দিল কেন্দ্র সরকার।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে ২০১৯-২০ সাল অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ এখন হয়ে গিয়েছে ৩০ নভেম্বর। একই সঙ্গে ট্যাক্স অডিটের ডেডলাইনও ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর করা হয়েছে।
যে সব অ্যাসেসমেন্ট আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেগুলিকে ৩১ ডিসেম্বর অবধি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে যেগুলি ৩১ মার্চ ২০২১-এ শেষ হওয়ার কথা, সেখানে লাস্ট ডেট সেপ্টেম্বর ৩০, ২০২১ অবধি বৃদ্ধি করা হয়েছে।
এদিন পনেরোটি বড় সিদ্ধান্ত জানান নির্মলা সীতারামন। বিভিন্ন সেক্টরের জন্য কী কী করা হচ্ছে, প্রতিদিন সাংবাদিক বৈঠক করে জানান হবে বলে জানান অর্থমন্ত্রী।
আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দিচ্ছে কেন্দ্র। করোনায় ধ্বস্ত অর্থনীতিকে মেরামত করে দেশের পাঁচ স্তম্ভের ওপর ভর করে আত্মনির্ভর ভারত গড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।