কমেছে সঞ্চয় প্রবণতাও। ব্যাঙ্কে টাকা রাখতে সাহস পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে ব্যাঙ্কের উপর তৈরি হওয়া অবিশ্বাসের বাতাবরণ কিছুটা কাটানোর চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিন সাধারণ বাজেটে তিনি আশ্বাস দেন, ব্যাঙ্কে আমানতকারীদের অর্থ সুরক্ষিত আছে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, ব্যাঙ্ক গ্যারান্টি বেড়ে এবার থেকে পাঁচ লাখ টাকা হচ্ছে। ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে বিমার আকারে সেই টাকা পাবেন আমানতকারীরা।
আরও পড়ুন : Budget 2020- বছরে পাঁচ লক্ষ আয় অবধি কর দিতে হবে না, বাকিদের জন্য কমল হার
বিষয়টা ঠিক কী ?
ধরা যাক, কোনও একটি ব্যাঙ্কে এক ব্যক্তির ১০ লাখ টাকা সঞ্চিত রয়েছে। কোনও কারণে সেই ব্যাঙ্কটির ঝাঁপ পড়ে গেলে তিনি সর্বোচ্চ এল লাখ টাকা পেতেন। যিনি ওই ব্যাঙ্ক এক কোটি টাকা রেখেছিলেন, তিনিও ওই একই পরিমাণ অর্থ পেতেন। সেই নিয়মে অবশ্য কোনও পরিবর্তনের ঘোষণা করেননি অর্থমন্ত্রী। শুধুমাত্র প্রাপ্ত অঙ্কের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন : Budget 2020-Non-Gazetted সরকারি চাকরির জন্য অভিন্ন পরীক্ষার ঘোষণা