
কাবুলে সন্ত্রাসবাদী হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৯ ও জখম ২০
১ মিনিটে পড়ুন . Updated: 20 Dec 2020, 01:17 PM IST- কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। সন্ত্রাসবাদী বিস্ফোরণে জখম হয়েছেন আরও ২০ জন।
কাবুলে তীব্র গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। সন্ত্রাসবাদী বিস্ফোরণে জখম হয়েছেন আরও ২০ জন।
রবিবার এই তথ্য টুইটারে প্রকাশ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আনদারাবি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ‘কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ শানিয়েছে। বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গিয়েছেন এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’
আফগান নিরাপত্তা বাহিনী সূত্রেও এই খবর স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, নাশকতা ঘটাতে কাবুলের পশ্চিম প্রান্তে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা।
বিস্ফোরণে হতাহতের খবর স্বীকার করেছে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকও।