
দাগী জনপ্রতিনিধিদের আজীবনের জন্য ভোটে লড়াই করা থেকে বিরত করতে নারাজ কেন্দ্র
১ মিনিটে পড়ুন . Updated: 03 Dec 2020, 08:55 PM IST- আইনমন্ত্রকের তরফ থেকে জানান হয়ে যে আমলাদের চাকরির শর্তে এই নিয়ম আছে, তেমন কিছু নেই জনপ্রতিনিধিদের জন্য।
দোষী সাব্যস্ত জনপ্রতিনিধিদের আজীবনের জন্য নির্বাচন লড়া থেকে বিরত রাখার প্রস্তাব রাজি নয় কেন্দ্র। সুপ্রিম কোর্টে এই কথা জানাল হল সরকার থেকে। বর্তমানে কোনও আমলা যদি অপরাধী সাব্যস্ত হন, তাহলে তারা আর ভোটে লড়তে পারেন না। কিন্তু জনপ্রতিনিধিদের জন্য সেই পথে যেতে চাইছে না কেন্দ্র।
আইনমন্ত্রকের তরফ থেকে জানান হয়ে যে আমলাদের চাকরির শর্তে এই নিয়ম আছে, তেমন কিছু নেই জনপ্রতিনিধিদের জন্য। তাদের জন্য জনপ্রতিনিধিত্ব আইন প্রযোজ্য যাতে বলা আছে দুই বছরের ওপর জেল হলে ছয় বছরের জন্য ভোটে লড়া যাবে না।
বিজেপি নেতা অশ্বিনী কুমার এই মামলাটি করেছিলেন যেখানে দাগী জনপ্রতিনিধিদের তিনি আজীবনের জন্য ভোটে লড়া থেকে বিরত করার দাবি করেছেন। কিন্তু সেই প্রস্তাবের সঙ্গে সহমত নয় কেন্দ্র।