বাংলা নিউজ > হাতে গরম > নির্বাচনী বন্ড নিয়ে আপত্তিতে অনড় কমিশন

নির্বাচনী বন্ড নিয়ে আপত্তিতে অনড় কমিশন

সুনীল অরোরা (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

খবর ছড়ায়, লোকসভা ভোটের একমাস পরেই নির্বাচনী বন্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার।

নির্বাচনী বন্ড নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশন। আজ ফের একই কথা বললেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

নাম গোপন রেখে কোনও ভারতীয় নাগরিক বা সংস্থা (দেশেই তৈরি হতে হবে) নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে আর্থিক সাহায্য করতে পারে। গত বছরের ২ জানুয়ারি নির্বাচনী বন্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়েকটি নির্বাচিত শাখায় একা বা যৌথভাবে কেনা যায়। রাজনৈতিক দলগুলিকে সেই বন্ড দেওয়ার ১৫ দিনের এনক্যাশ করাতে হবে।

ইতিমধ্যে খবর ছড়ায়, লোকসভা ভোটের একমাস পরেই নির্বাচনী বন্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার। তা সত্ত্বেও নিয়ম লঘু করে কেন্দ্রে সেই স্কিম চালু করেছিল বলে অভিযোগ ওঠে। এরইমধ্যে আজ চণ্ডীগড়ে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বার্ষিক একটি অনুষ্ঠানে আসেন তিনি। বলেন, ২০১৭ সালেই আমরা এনিয়ে প্রথমবার আপত্তি জানিয়েছিলাম। সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করেছি। বিষয়টি এখন আদালতের অধীনে রয়েছে।

বন্ধ করুন