রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করা হল চিৎপুর সেতু। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি। আগামী সোমবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
স্বাস্থ্য পরীক্ষার সময় ১৯৩৪ সালের তৈরি এই সেতুতে রোগ ধরা পড়ে। বারবার মেরামতির কাজের কারণে সেতুর পিচের প্রলেপ পড়েছে। ফলে বেড়েছে ওজন। তাই কিছুটা পিচের আস্তরণ তোলা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
টালা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে চিৎপুর সেতুর উপর। তাই দিনের বেলা সেতু বন্ধ করলে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক যানজট তৈরি হবে। তা এড়াতেই রাতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানিয়েছে পুলিশ।
সেতুটি বন্ধ থাকার কারণে যানবাহনগুলিকে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল অ্যাভিনিউের দিক থেকে আসা গাড়িগুলি ভূপেন বসু অ্যাভিনিউ এবং বাগবাজার স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, কলকাতার দিকে আগত গাড়িগুলিকে পি কে মুখার্জি রোড ও মন্মথ গাঙ্গুলি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।