বাংলা নিউজ > হাতে গরম > আদালত অবমাননার দায়ে গ্রেফতার কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল

আদালত অবমাননার দায়ে গ্রেফতার কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল

গ্রেফতার হলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল।

মামলার শুনানিতে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে হার্দিকের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের খবর স্বীকার করেছেন আহমেদাবাদের ডিসিপি (সাইবার ক্রাইম) রাজদীপ সিং জালা।

দেশদ্রোহিতার অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা এড়ানোর দােয় গ্রেফতার হলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। শনিবার রাতে তাঁকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করল পুলিশ।

২০১৫ সালে করা ওই মামলার শুনানিতে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে হার্দিকের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের খবর স্বীকার করেছেন আহমেদাবাদের ডিসিপি (সাইবার ক্রাইম) রাজদীপ সিং জালা।

ডিসিপি জানিয়েছেন, ‘আদালতের জারি করা জামিন-অযোগ্য পরোয়ানার ভিত্তিতে হার্দিক প্যাটেলকে বিরামগ্রামের কাছে গ্রেফতার করা হয়েছে। আগামিকাল তাঁকে আদালতে হাজির করা হবে।’

উল্লেখ্য, এর আগেও একটি দেশদ্রোহিতা মামলায় হার্দিক প্যাটেলকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৫ সালের ২৫ অগস্ট তাঁর নেতৃত্বে এক জনসবায় হিংসাত্মক ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ২০১৬ সালের জুলাই মাসে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

শনিবার এই পটিদার নেতার বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা বিচারক বি জি গনাত্রা।

বন্ধ করুন