বাংলা নিউজ > হাতে গরম > Coronavirus latest news: ভাইরাস এড়াতে জাল মদ পান করে ইরানে নিহত ৩৬, অসুস্থ ২৭০
মদ্যপান করলে রোখা যাবে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। এই তত্ত্বে বিশ্বাস করে জাল মদ পান করে ইরানে নিহত ৩৬ জন।
সম্প্রতি দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজ শহরে গুজবের জেরে জাল মদ পান করে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন।
ইরানের সরকারি সংবাদসসংস্থা ইরনা জানিয়েছে, গত কয়েক দিন যাবৎ শহরে গুজব রটে যে, মদ্যপান করলে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তার জেরে একলাফে বেড়ে যায় অবৈধ মদ বিক্রি। স্থানীয় ব্র্যান্ড ‘মুনশাইন’ পান করার পরেই এই ঘটনা ঘটেছে বলে রিপোর্টে দাবি করেছে ইরনা।
ঘটনায় আপাতত হাসপাতালে ভরতি রয়েছেন কমপক্ষে ২৭০ জন, জানিয়েছে সংবাদসংস্থা। খুজেস্তান রাজ্যের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আলি বিরানভন্দ জানিয়েছেন, অবৈধ মদ বিক্রির অভিযোগে এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
হাতে গরম খবর