বাংলা নিউজ > হাতে গরম > Coronavirus latest update in India: করোনা সতর্কতায় নয়া ঘোষণা, বাড়ি থেকে কাজ করতে পারবেন রাজ্য সরকারের কর্মীরা

Coronavirus latest update in India: করোনা সতর্কতায় নয়া ঘোষণা, বাড়ি থেকে কাজ করতে পারবেন রাজ্য সরকারের কর্মীরা

বাড়ি থেকে কাজ করতে পারবেন রাজ্য সরকারের কর্মীরা (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী সোমবার থেকে নয়া নিয়ম চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিয়েছে কেন্দ্র। এবার একই রাস্তায় হাঁটল রাজ্য সরকারও।

আরও পড়ুন : করোনা পরিস্থিতির মধ্যে বিনামূল্যে ৬ মাস চাল দেবে রাজ্য

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী সোমবার থেকে রাজ্য সরকারের অফিসে কর্মচারীদের উপস্থিতি কমানো হবে। ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করতে পারবেন। ঘুরিয়ে ফিরিয়ে বাকিরাও সেই সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, আগামী সপ্তাহ থেকে রোটেশন পদ্ধতিতে কাজ করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ই-অফিস পরিষেবার মাধ্যমে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত রোস্টার সিস্টেম থাকবে।' '

আরও পড়ুন : Coronavirus update in Kolkata: দায়িত্বজ্ঞানহীন দ্বিতীয় করোনা আক্রান্তও, ঘুরে বেড়ালেন কলকাতার একাধিক স্থানে

একইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও কর্মীসংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন বেসরকারি সংস্থাগুলিতে কর্মীসংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনা হোক। একদিন ৫০ শতাংশ কর্মী অফিসে আসবেন। বাকিরা বাড়ি থেকে কাজ করবেন। পরদিন উলটো হবে। অর্থাৎ আগেরদিন যাঁরা বাড়ি থেকে বসে কাজ করেছিলেন, তাঁদের অফিসে যেতে হবে। আর যাঁরা অফিসে গিয়েছিলেন, তাঁদের বাড়ি থেকে কাজের সুযোগ পাবেন।:

বন্ধ করুন