Coronavirus Live Updates: ব্রিটিশ রাজপরিবারের অন্দরে করোনা, আক্রান্ত প্রিন্স চার্লস
1 মিনিটে পড়ুন .Updated: 25 Mar 2020, 05:09 PM ISTব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস আপাতত স্কটল্যান্ডে ব্যালমোরাল এস্টেস্টে নিজের বাড়িতে রয়েছেন।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস আপাতত স্কটল্যান্ডে ব্যালমোরাল এস্টেস্টে নিজের বাড়িতে রয়েছেন।
করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের এক কর্মী। এবার মারণ ভাইরাসের কবলে পড়লেন প্রিন্স চার্লস। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ক্ল্যারেন্স হাউস।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী আপাতত স্কটল্যান্ডে ব্যালমোরাল এস্টেস্টে নিজের বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তিনি কাজ করছেন। সঙ্গে রয়েছেন ৭১ বছরের যুবরাজের স্ত্রী ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলা। তাঁর করোনা পরীক্ষা রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে।
আরও পড়ুন : করোনাভাইরাস ছড়াতে পারে টাকা-পয়সা নাড়াচাড়ায়, সতর্ক করল ‘হু’
ক্ল্যারেন্স হাউসের এক মুখপাত্র বলেছেন, 'সরকার ও চিকিৎসকদের পরামর্শমতো যুবরাজ ও ডাচেস স্কটল্যান্ডের বাড়িতে স্বেচ্ছায় পর্যবেক্ষণে রয়েছেন।'
আরও পড়ুন : Coronavirus Queries- WhatsApp-এ এই নম্বরে মেসেজ করলেই মিলবে উত্তর
তবে কীভাবে প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হয়েছেন, তা নিয়ে অবশ্য নিশ্চিত নয় রাজপরিবার। ক্ল্যারেন্স হাউসের তরফে বলা হয়েছে, 'গত কয়েক সপ্তাহে অসংখ্য মানুষের সংস্পর্শে এসেছিলেন। ফলে কার থেকে তিনি সংক্রামিত হয়েছেন, তা নির্ণয় করা সম্ভবপর নয়।'