Coronavirus Queries- WhatsApp-এ এই নম্বরে মেসেজ করলেই মিলবে উত্তর
1 মিনিটে পড়ুন .Updated: 20 Mar 2020, 06:04 PM ISTকরোনা চ্যাটবট চালু করল কেন্দ্র।
করোনা চ্যাটবট চালু করল কেন্দ্র।
করোনাভাইরাস নিয়ে চিন্তিত সবাই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে অনেক গুজব ছড়াচ্ছে। কেউ বলছেন লকডাউন ঘোষণা হয়ে গিয়েছে, অনেক বলছেন মধু খেলেই সেরে যাবে করোনাভাইরাস।কিন্তু এই সব দাবির পিছনে সত্যিটা কী? করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ খবর এখন হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার এমন একটি চ্যাটবট শুরু করেছে তাকে প্রশ্ন করলেই করোনা সম্পর্কিত তথ্য সবাইকে জানিয়ে দেবে।
9013151515- এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন করোনাভাইরাস সংক্রান্ত তথ্যের জন্য। এটি হল মাইগভ করোনা হেল্পডেস্ক।
করোনাভাইরাসের জেরে ইতিমধ্যে ভারতে অসুস্থ ২২৩। এরমধ্যে মারা গিয়েছেন চারজন। করোনা রোধে ২২ মার্চ জনতা কার্ফুউ-র আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। ওইদিন থেকে ভারতে কোনও বাণিজ্যিক বিমান চলবে না এক সপ্তাহের জন্য।