
সকল দেশবাসীকে করোনা টিকা দেওয়া নিয়ে মোদীকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল
১ মিনিটে পড়ুন . Updated: 03 Dec 2020, 07:40 PM ISTটুইটারে কেন্দ্রকে বিঁধলেন রাহুল।
টুইটারে কেন্দ্রকে বিঁধলেন রাহুল।
দিন দুই আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেছিলেন যে সবাইকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করবে না সরকার। এই নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ও সাংসদ রাহুল গান্ধী। এই নিয়ে মোদীকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলেছেন রাহুল।
ওয়েনাদের সাংসদ বলেন যে প্রধানমন্ত্রী আগে বললেন সবাই ভ্যাকসিন পাবে। বিজেপি বিহারে দাবি করল যে তারা জিতলে রাজ্যে সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবে। এখন আবার সরকার অন্য কথা বলছে দাবি করে রাহুল প্রধানমন্ত্রীকে কৈফিয়ত দিতে বলেন।
প্রসঙ্গত, সরকারের স্বাস্থ্য সচিব বলেন যে সবাইকে কোভিড টিকা দেওয়ার প্রস্তুতি দেওয়া হয় নি। এই সব আলোচনা বাস্তবের তথ্য অনুযায়ী করা উচিত বলে তিনি জানান। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। কারণ বিহারে বিজেপি যা বলেছে বা সামগ্রিক ভাবে দলের নেতারা যা বলেছেন তার সঙ্গে এটা মিলছে না। সেই বিষয়টি এবার তুলে ধরলেন রাহুল গান্ধী।