করোনা উদ্বেগে অব্যাহত বাজারে পতন
1 মিনিটে পড়ুন . Updated: 16 Mar 2020, 11:38 AM ISTএদিন দুই হাজার পয়েন্ট পড়েছিল বিএসই।
এদিন দুই হাজার পয়েন্ট পড়েছিল বিএসই।
নতুুন সপ্তাহ, পুরনো চিন্তা। করোনার ভয়ে ধস অব্যাহত শেয়ার বাজারে। মার্কিন ফেডারেল রিজার্ভ পরিস্থিতি সামলানোর জন্য রবিবার ফের রেট কাট করেছে। কিন্তু যেই হারে আমেরিকা সহ গোটা বিশ্বে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের প্রকোপ, তাতে আদৌ নিশ্চিন্তে থাকতে পারছেন না সাধারণ লগ্নিকারীরা।
শুক্রবার সার্কিট ব্রেক করে ট্রেডিং বন্ধ থাকার পর অনবদ্য ভাবে ঘুরে দাঁড়িয়েছিল বিএসই ও নিফটি। এদিন ফের ২১৮২ পয়েন্ট পড়ে সেনসেক্স। সাড়ে এগারোটার সময় প্রায় ১৬০০ পয়েন্ট নিচে বিএসই। ৪৫০ পয়েন্ট পড়েছে নিফটি।
বিএসই-র শীর্ষ তিরিশটি শেয়ারের সবকটি এই মুহুর্তে লোকসানে চলছে। একই ভাবে সবগুলি ক্ষেত্রসূচকও লালে। সবমিলিয়ে ফের বড় ক্ষতির মুখে বাজার। মোট ছয় হাজার কোটি টাকা সোমবারই কমেছে লগ্নিকারীদের।