বাংলা নিউজ > হাতে গরম > Covid 19 update: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বাড়ল মনরেগা কর্মীদের বেতন
Covid-19 সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
দরিদ্র দেশবাসী যাতে অভুক্ত না থাকেন এবং তাঁদের নানান সমস্যা সমাধান করার উদ্দেশেই তৈরি হয়েছে কেন্দ্রের এই আর্থিক প্যাকেজ।
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ১,৭০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এ দিন অর্থমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় ৫ কোটি মনরেগা (MNREGA) কর্মীর দৈনিক বেতন ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, ‘এর ফলে প্রতি কর্মীর অতিরিক্ত ২,০০০ টাকা আয় হবে।’