বাংলা নিউজ > হাতে গরম > COVID-19 Updates: হোমে বিলির জন্য মাস্ক সেলাই করলেন ফার্স্ট লেডি

COVID-19 Updates: হোমে বিলির জন্য মাস্ক সেলাই করলেন ফার্স্ট লেডি

মাস্ক সেলাই করছেন ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ (ছবি সৌজন্য এএনআই)

করোনাভাইরাস মোকাবিলার কর্মযজ্ঞে সামিল হলেন ফার্স্ট লেডি সবিতা কোবিন্দও।

করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এলেন ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ। প্রেসিডেন্ট এস্টেটের শক্তি হাটে মাস্ক সেলাই করলেন তিনি।

আরও পড়ুন : Covid-19: ব্রিটেনে আজ থেকে মানুষের ওপর ক্লিনিকাল ট্রায়াল শুরু হল সম্ভাব্য করোনা টিকার

দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের অধীনস্থ বিভিন্ন হোমে সেই মাস্কগুলি বিলি করা হবে। সেলাইয়ের সময় ফার্স্ট লেডিকেও মাস্ক পরে থাকতে দেখা যায়। একটি লাল রঙের কাপড়ের মুখাবরণী দিয়ে নাক-মুখ ঢেকে রেখেছিলেন তিনি।

আরও পড়ুন : মন্ত্রী হওয়া সত্ত্বেও টুইটে কেন 'মাননীয়' বলেনি কলকাতা পুলিশ, চটলেন বাবুল

ইতিমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। বাড়িতে তৈরি মাস্ক পরলেই হবে। শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও যাঁরা করোনাভাইরাস আক্রান্তের সংস্পর্শে আসছেন, তাঁদের এন-৯৫ মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন – সবাই মাস্ক পরে ভাষণ দিয়েছেন বা ভিডিয়ো কনফারেন্স করেছেন। মাস্ক পরার আর্জি জানিয়েছেন তাঁরা। আর এবার মাস্ক তৈরির কর্মযজ্ঞে সামিল হয়ে সচেতনতার বার্তা দেশের ফার্স্ট লেডি।

আরও পড়ুন : ফেসবুকের সঙ্গে জিও-র চুক্তির পর ফের এশিয়ার সবচেয়ে ধনীর তকমা পেলেন মুকেশ আম্বানি

বন্ধ করুন