বাংলা নিউজ > হাতে গরম > Covid-19: H-1B ভিসাধারী, গ্রিন কার্ড আবেদনকারীদের বাড়তি ৬০ দিন মঞ্জুর আমেরিকার

Covid-19: H-1B ভিসাধারী, গ্রিন কার্ড আবেদনকারীদের বাড়তি ৬০ দিন মঞ্জুর আমেরিকার

এইচ-১বি ভিসাধারী, গ্রিন কার্ড আবেদনকারীদের বাড়তি ৬০ দিন মঞ্জুর আমেরিকার (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি)

এই খবরে স্বস্তি পাবেন অনেক ভারতীয়।

বিভিন্ন নথি জমা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল অনেক এইচ-১বি ভিসাধারী ও গ্রিন কার্ড আবেদনকারীদের। করোনাভাইরাস পরিস্থিতিতে তাঁদের ৬০ দিন বাড়তি সময় দিল আমেরিকা।

আরও পড়ুন : বাজারে এল রিলায়েন্সের ভিডিও কলিং অ্যাপ JioMeet

শুক্রবার মার্কিন মুলুকের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসিআইএস) বিভাগের তরফে জানানো হয়েছে, নথি প্রমাণ, নথি প্রমাণের কাজ চলা (এন-১৪), ইনটেন্ট টু ডিনাই (মূল্যায়নকারী আধিকারিক আবেদন খারিজ করার পরিকল্পনা করছেন জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে যখন নোটিশ পাঠানো হয়), ফর্ম আই-২৯০বি পূরণের জন্য প্রয়োজনীয় তারিখ-সহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি দু'মাস সময় দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন : Lockdown 3.0: দু'দিন পর থেকেই চলবে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব

বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোনও পদক্ষেপ করার আগে নির্ধারিত তারিখ শেষের ৬০ দিন পর পর্যন্ত আবেদন ও নোটিশের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ছাড় দেবে ইউএসিআইএস।’ পাশাপাশি, সিদ্ধান্তের পর ৬০ দিন পর্যন্ত ফর্ম আই-২৯০বি জমা নেওয়া হবে। তারপরই কোনও ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মার্কিন মুলুকের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ। 

আরও পড়ুন : লকডাউনের পরে নিয়ন্ত্রিতভাবে শুরু হবে উড়ান পরিষেবা, থাকবেন ৩০% যাত্রী

তাদের তরফে আরও বলা হয়েছে, ‘আমাদের কর্মী ও সমাজকে রক্ষা এবং এই সময়ে যাঁরা অভিবাসন সংক্রান্ত সুযোগ-সুবিধার খোঁজ করছেন, তাঁদের জন্য যতটা সম্ভব অভিবাসন পরিণতি কম করতে একাধিক পদক্ষেপ করছে ইউএসিআইএস।’

আরও পড়ুন : Lockdown Extended- করোনা হটস্পটেও মিলবে মদ, পান ও গুটখা, শুধু বাদ কন্টেনমেন্ট জোন

বন্ধ করুন