ফের কর্তব্যরত জওয়ানের গুলিতে নিহত হলেন নিরাপত্তা আধিকারিক। ঝাড়খণ্ডের সিআরপিএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল বাহিনীর এক কোম্পানি কম্যান্ডার ও এক এএসআই-এর।
সোমবার রাতে বোকারো জেলার গোমিয়াতে গুলি লেগে মারা যান সিআরপিএফ কোম্পানি কম্যান্ডার এস হাসান এবং এএসআই পি ভুঁইয়া। ঘটনায় জখম হয়েছে আততায়ী জওয়ান দীপেন্দ্র যাদবও। গুলি লেগে গুরুতর আহত হয়েছেন সিআরপিএফ কনস্টেবল হরিশচন্দ্র। আহত দুই জনকে হেলিকপ্টারে রাঁচিতে নিয়ে এসে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
বোকারোর পুলিশ সুপার পি মুরুগান জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ গোমিয়ার কুর্কনালো ক্লাস্টারে গুলি চালানোর ঘটনাটি ঘটে।
সুপার বলেন, ‘ঠিক কোন পরিস্থিতিতে যাদব গুলি চালিয়েছিলেন, আমরা তা তদন্ত করে দেখছি। এখনও পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি।’ অসমর্থিত সূত্রে খবর, ডিউটি বণ্টন নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটির মাঝেই আচমকা গুলি চালাতে শুরু করে জওয়ান যাদব।
তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় নিরাপত্তার দায়িত্ব নিতে ছত্তিশগড়ে এসে পৌঁছেছিল সিআরপিএফ-এর ২২৬ ব্যাটালিয়ন। নির্বাচনে বেরমো কেন্দ্রে সুরক্ষার দায়িত্বে রয়েছে এই বাহিনী।
সোমবার সকালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা ছত্তিশগড় আর্মড ফোর্স-এর এক জওয়ান রাঁচিতে তাঁর কোম্পানি কম্যান্ডারকে গুলি করে হত্যার পরে আত্মঘাতী হন।
গত ৪ ডিসেম্বর ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদী জঙ্গি দমনের উদ্দেশে কেদারনার শিবিরে মোতায়েন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ৫ জওয়ানকে তাঁদেরই এক সহকর্মী গুলি করে হত্যা করে। ঘটনায় আরও দুই জওয়ান আহত হন।