মেঘালয়ে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। এদিন সকালে মৃত্যু হয়েছে আরও একজনের।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইনার লাইন পারমিট (আইএলপি) সংক্রান্ত বৈঠকের সময় খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। সেদিনই মৃত্যু হয় এক ব্যক্তির। শনিবার মৃত্যু হয় আরও একজনের। এদিন সকালে তৃতীয় ব্যক্তির মৃত্যুর কথা জানানো হয়েছে।
পুলিশের জানিয়েছে, মৃতের নাম উপহাস উদ্দিন (৩৭)। গতরাত ২টো ৪৫ মিনিট নাগাদ শেল্লার পাইক্রেন গ্রামে উপহাসের গ্রামের বাড়িতে হামলা চালায় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। উপহাসকে খামতি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, শিলং ও পার্শ্ববর্তী অঞ্চলে কার্ফু জারি থাকলেও তৃতীয় দিনে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর মিলেছে। গতরাতে মৌসিনরামে রাজুয়া করিম নামে এক ব্যক্তিকে হেনস্থা করার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার রাতে শিলংয়ের পাইনথোরবাতে একটি আবাসন লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া হয়। তাতে অবশ্য ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। সংঘর্ষ রুখতে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।