বাংলা নিউজ > হাতে গরম > ‘গন্তব্যের ঠিকানা বাধ্যতামূলক’, বিশেষ ট্রেনের যাত্রীদের নির্দেশ রেলের
একাধিক সতর্কতা নেওয়া হচ্ছে। তা সত্ত্বেও ছিঁটেফোটা ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নয় রেল। সেজন্য বিশেষ ট্রেনের টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা যেখানে যাচ্ছেন, বাধ্যতামূলকভাবে সেখানকার ঠিকানা দিতে হবে। এমনটাই জানাল রেল।
বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয়েছে, প্রত্যেক যাত্রীর গন্তব্যের ঠিকানা সংগ্রহ করবে আইআরসিটিসি। রেল মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ‘পরে প্রয়োজন হলে এটা সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ পেতে সাহায্য করবে।’
উল্লেখ্য, প্রায় দু'মাস পর গত মঙ্গলবার প্রথম যাত্রীবাহী রেলের চাকা ঘুরেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সেই ট্রেনে করে যাত্রীরা পৌঁছেছেন। রাজ্যেও এসেছে সেই বিশেষ ট্রেন। তবে ট্রেনে ওঠার আগেই তাঁদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। করোনাভাইরাসের কোনও উপসর্গ না থাকলে ট্রেনে ওঠার ছাড়পত্র দেওয়া হচ্ছে। তা সত্ত্বে ঝুঁকি নিতে চাইছে না রেল।
হাতে গরম খবর