দেশের মধ্যে উড়ানে খরচ পড়বে মাত্র ৯৮৭ টাকা!
১ মিনিটে পড়ুন . Updated: 13 Mar 2020, 06:23 PM ISTটিকিটের দাম কমানোর পাশাপাশি বাড়তি ছাড়েরও ঘোষণা করা হয়েছে।
টিকিটের দাম কমানোর পাশাপাশি বাড়তি ছাড়েরও ঘোষণা করা হয়েছে।
অভ্যন্তরীণ উড়ানে পড়বে ৯৮৭ টাকা। বিদেশে যাওয়ার জন্য খরচ হবে ৩,৬৯৯ টাকা! এদিন স্পাইসজেটের তরফে একটি টুইটবার্তায় এই অফারের ঘোষণা করা হয়েছে।
তবে শুধু সেলের অফার নয়, সঙ্গে বাড়তি ছাড়ের ঘোষণা করেছে স্পাইসজেট। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং করলে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এছাড়াও ADDON50 প্রোমো কোড ব্যবহার করলে আরও ৫০ শতাংশ ছাড় মিলবে।
কী কারণে এই অফার, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। যদিও ওয়াকিবহল মহলের মতে, করোনাভাইরাসের ধাক্কায় পর্যটন মরশুমে টিকিটের চাহিদা ব্যাপকভাবে পড়ে গিয়েছে। একধাক্কায় কমেছে যাত্রী সংখ্যা। সেজন্য টিকিটের দাম কমিয়ে যে যাত্রীরা বিমান সফর করবেন, তাঁদের অধিকাংশকে স্পাইসজেটের দিকে টানার জন্য এই অফার দেওয়া হচ্ছে বলে মত একাংশের।