বাংলা নিউজ > হাতে গরম > পাকিস্তানের সিন্ধ প্রদেশে ট্রেন-বাসের সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

পাকিস্তানের সিন্ধ প্রদেশে ট্রেন-বাসের সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

দুর্ঘটনার পর দুমড়ানো-মোচড়ানো বাস, চলছে উদ্ধার কাজ (এএফপি)

যাত্রীবোঝাই বাসে ধাক্কা প্যাসেঞ্জার ট্রেনের। সিন্ধ প্রদেশের সুক্কুর জেলার রোহারি জংশনের কাছে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন, বাড়তে পারে মৃতের সংখ্যা।

শুক্রবার গভীর রাতে পাকিস্তানের সিন্ধপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারল প্যাসেঞ্জার ট্রেন। ঘটনায় মৃত ৩০ জন, আহত আরও ২৫-৩০ জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন সিন্ধ প্রদেশের সুক্কুর জেলার রোহারি জংশনের কাছে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে। করাচি থেকে লাহোর যাচ্ছিল পাকিস্তান এক্সপ্রেস, সেই সময় রোহারি জংশনের কান্ধরা ক্রসিং দিয়ে একটি সারগোধাগামী যাত্রীবোঝাই বাস যাচ্ছিল-এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বাসটি। পাকিস্তান রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, সেই সময় রেলওয়ে ক্রসিংটি রক্ষীহীন ছিল। এক্সপ্রেস ট্রেন গতিতে আসছে দেখেও বাস ড্রাইভার রেললাইন পার করবার চেষ্টা করেন। বাস ড্রাইভারের ভুলের জন্যই নাকি ঘটেছে এই দুর্ঘটনা।

সরকারিভাবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৬ নিশ্চিত করা হয়েছে, তবে হাসপাতাল সূত্রে খবর সেখানে ৩০ মৃতদেহ এসে পৌঁছেছে।


আহত যাত্রীদের তালুকা হাসপাতাল ও সুক্কুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খয়রপুর জেলার সমস্ত হাসপাতালে মেডিক্যাল এমারজেন্সি জারি করেছে সরকার। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের সঙ্গে দেখা করতে রাতেই হাসপাতালে পৌঁছান সিন্ধ প্রদেশের পরিবহণ মন্ত্রী কাদির শাহ।


আহতদের খোঁজখবর নিচ্ছেন সিন্ধ প্রদেশের পরিবহণ মন্ত্রী কাদির শাহ (এএফপি)
আহতদের খোঁজখবর নিচ্ছেন সিন্ধ প্রদেশের পরিবহণ মন্ত্রী কাদির শাহ (এএফপি)

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ সহ পিপিপি চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টো জরদারি।



হাতে গরম খবর

Latest News

দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.