বাংলা নিউজ > হাতে গরম > অর্থনৈতিক বিকাশের স্বার্থে গোবর নিয়ে গবেষণার আর্জি মন্ত্রীর

অর্থনৈতিক বিকাশের স্বার্থে গোবর নিয়ে গবেষণার আর্জি মন্ত্রীর

গিরিরাজ সিং

দুধ দেওয়া বন্ধ করে দিলে হামেশাই পোষা গরু ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা দেয় মালিকের. মন্ত্রীর যুক্তি, যদি গোবর থেকে অর্থাগমের সম্ভাবনা দেখা দেয়, সে ক্ষেত্রে পোষ্যকে আশ্রয়ছাড়া করবেন না মালিকপক্ষ।

গোবর নিয়ে আরও গবেষণা প্রয়োজন। বিজ্ঞানীদের এমনই আর্জি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর দাবি, গোবর থেকে আরও অর্থাগমের উদ্দেশে পরীক্ষা-নিরীক্ষা জরুরি।

সোমবার ১২টি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পশু চিকিত্সা কেন্দ্রের আধিকারিকদের এক ওয়ার্কশপে এসে গিরিরাজ বলেন, ‘উত্তরপ্রদেশে ছেড়ে দেওয়া গরু-মোষ বড় সমস্যা।’

দুধ দেওয়া বন্ধ করে দিলে হামেশাই পোষা গরু ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা দেয় মালিকের. মন্ত্রীর যুক্তি, যদি গোবর থেকে অর্থাগমের সম্ভাবনা দেখা দেয়, সে ক্ষেত্রে পোষ্যকে আশ্রয়ছাড়া করবেন না মালিকপক্ষ।

তিনি বলেন, ‘দুধ, গোবর ও গরুর প্রস্রাব থেকে আরও বাণিজ্যিক লাভের সম্ভাবনা রয়েচে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে।’

সেই সঙ্গে গিরিরাজ জানান, কৃষিক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কমলে গ্রাম ও কৃষক সম্প্রদায় উভয়েরই উন্নয়ন হবে।

গিরিরাজ আরও বলেন, ‘লোকে যেমন গীতা, কোরান ও রামায়ণ থেকে প্রাপ্ত শিক্ষা মনে রাখে, আমি গান্ধী, লোহিয়া ও দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ অনুসরণ করি।’

বন্ধ করুন