বুধবার একধাক্কায় বেশ কিছু পড়ল সোনার দাম। গত ৪ দিনে এই নিয়ে দ্বিতীয় বার উল্লেখযোগ্য হারে দাম কমল।
এ দিন এমসিএক্স সূচকে পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৬,৫৭০ টাকা। সূচকে রুপোর দর কিন্তু এ দিন বাড়তে দেখা গিয়েছে। ১৪% বৃদ্ধির জেরে এ দিন প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৮,১৬৫ টাকা।
বিশ্বজুড়ে লকডাউন বিধি শিথিল হওয়ার দরুণ অর্থনীতি ক্রমশ পুরনো ছন্দে ফেরানোর চেষ্টায় বিনিয়োগে ঝুঁকি নেওয়ার প্রবণতা ফের দেখা দিয়েছে, যার প্রভাবে সোনায় লগ্নির হার তুলনায় কমেছে। গত মে মাসে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১০,০০০ টাকা বেড়ে রেকর্ড ৪৮,০০০ টাকায় পৌঁছয়।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে বিশেষ উত্থান-পতন দেখা যায়নি। বুধবারই শেষ হতে চেলেছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের দুই দিনব্যাপী বৈঠক। আপাতত তার ফলাফলের অপেক্ষায় প্রহর গুণছেন বিনিয়োগকারীরা।
এ দিন স্পট গোল্ট সূচকে ০.১% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭১৫.৯৪ ডলার। পাশাপাশি, এই সূচকে রুপোর দামে হেরফের না ঘটায় প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৬০ ডলার।