দশ জানুয়ারি, শুক্রবার থেকে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ)।এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে গেজেট নোটিফাই করা হয়েছে। এর ফলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ প্রসস্ত হবে। এদিন থেকে আইনের ধারাগুলি লাগু হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। গত মাসের ১১ তারিখ সংসদে পাশ হয়ে এই বিল।
সিএএ অনুযায়ী, তিন দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও ক্রিশ্টিয়ান ধর্মালম্বীরা যারা নির্যাতিত হয়ে ৩১ ডিসেম্বর ২০১৪-র আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এই নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। সরকারের আশ্বাস সত্ত্বেও চলছে প্রতিবাদ-বিক্ষোভ। ইতিমধ্যেই সরকার বলে দিয়েছে আপাতত এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। যদিও সিএএ নিয়ে পিছু হটতে চায় না তারা। এদিন আনুষ্ঠানিক ভাবে চালুও হয়ে গেল আইনটি।