বাংলা নিউজ > হাতে গরম > লকডাউনের জেরে ২৫ ও ২৯ জুলাই বাতিল হল হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া স্পেশ্যাল ট্রেন

লকডাউনের জেরে ২৫ ও ২৯ জুলাই বাতিল হল হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া স্পেশ্যাল ট্রেন

পশ্চিমবঙ্গে লকডাউনের জেরে বাতিল হল ২৫ এবং ২৯ জুলাইয়ের হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া স্পেশ্যাল।

লকডাউনের জেরে বাতিল হল ২৫ এবং ২৯ জুলাইয়ের হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া স্পেশ্যাল।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের জেরে বাতিল হল ২৫ এবং ২৯ জুলাইয়ের হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া স্পেশ্যাল। শুক্রবার এই ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেলওয়ে।

সাম্প্রতিক কালে রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা আচমকা বেড়ে যাওয়ার ফলে সপ্তাহে দুই দিন সম্পূর্ণ লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। সেই কারণে লকডাউনে রাজ্যে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। 

সংস্থার টুইটার হ্যান্ডেলে এ দিন ট্রেন বাতিলের ঘোষণা পোস্ট করা হয়েছে।

তার জেরে হাওড়া থেকে ভুবনেশ্বরগামী এবং ভুবনেশ্বর থেকে হাওড়ায় সফরকারী ট্রেনগুলি লকডাউনের দিনে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামিকাল, ২৫ জুলাই এবং তার পরে ২৯ জুলাই বাংলায় সম্পূর্ণ লকডাউন পালিত হবে। এই পরিস্থিতিতে ওই দুই দিন হাওড়া থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে হাওড়ার মধ্যে চলাচলকারী হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া স্পেশ্যাল ট্রেনটি বাতিল ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। 

বন্ধ করুন