পুর নির্বাচনের আগে পুনর্নিয়োগ করা হবে হাওড়া পুরসভার ৪১৯ জন চুক্তিভিত্তিক কর্মীকে। বৃহস্পতিবার এই বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্য অর্থমন্ত্রক। চলতি মাসেই তাঁরা কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
২০১৮ সালের অক্টোবর মাসে চুক্তির ভিত্তিতে ওই ৪১৯ জন কর্মীকে নিয়োগ করেছিল হাওড়া পুরসভা। তবে এরপরে প্রায় একবছর তাঁদের বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও বেতন ছাড়াই কাজ চালিয়ে যান কর্মীরা। বকেয়া বেতনের জন্য তাঁরা সরকারের কাছে বার বার আবেদন জানিয়েছিলেন।
চুক্তিবদ্ধ কর্মীদের আবেদনে সাড়া দিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁদের আশ্বস্ত করার পরে ৪ মাস বেতন পেয়েছিলেন কর্মীরা। বকেয়া বেতন পেতে যে সময় লাগবে, সে কথাও জানিয়েছিলেন মন্ত্রী। তিনি বলেছিলেন, ওই ৪১৯ জন চুক্তিভিত্তিক কর্মীকে বিভিন্ন দফতরে কাজে বহাল করা হবে।
পুরমন্ত্রীর এই ঘোষণার পরে ওই কর্মীরা চার মাস বেতন পেয়েছিলেন। এরপর তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁদের বেতন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে যায়।